বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

লা লিগায় নামছে রিয়াল

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ লা লিগায় বেশ বড় একটা বিরতি নিল রিয়াল মাদ্রিদ। মাঝখানে ক্লাব বিশ্বকাপ খেলল তারা। জিতেও এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। চতুর্থবারের মতো ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। এবার বড় দিনের ছুটির পর মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আজ তারা ভিয়ারিয়ালের অতিথি হচ্ছে। গভীর রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল-ভিয়ারিয়াল। স্প্যানিশ লা লিগায় অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে অবস্থান করছে লস ব্ল্যাঙ্কোসরা। লোপেতেগুইকে ছাঁটাই করার পর অবশ্য ক্লাবের ভাগ্য অনেকটাই ফিরেছে।

সান্তিয়াগো সোলারি বেশ সামলে নিয়েছেন দলটাকে। জিতেছেন ক্লাব বিশ্বকাপ। এবার লা লিগায়ও ধীরে ধীরে উপরে উঠে আসছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও খুব একটা নিরাপদে নেই। ৩৪ পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেভিয়া তিনে আছে ৩২ পয়েন্ট নিয়ে। লা লিগায় এবার শিরোপার লড়াইটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কোন দল জিতবে, বলা কঠিন!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর