শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাজছে বিপিএলের দামামা

নবনির্বাচিত এমপি হিসেবে শপথ গ্রহণ শেষে গতকাল সংসদ ভবন চত্বরে মাশরাফি বিন মর্তুজা

মেজবাহ্-উল-হক

বাজছে বিপিএলের দামামা

‘লাকি চ্যাম্প’- বলে একটা প্রচলিত টার্ম আছে! যার কারণে ঘটে যায় অবিশ্বাস্য সব ঘটনা। যারা ভাগ্যে বিশ্বাস করে না তারাও নাকি ‘লাকি চ্যাম্প’ নিয়ে রোমাঞ্চিত হয় কখনো কখনো! মাশরাফি বিন মর্তুজা হচ্ছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লাকি চ্যাম্প। অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে সেলিব্রেটি টি-২০ লিগের পাঁচ আসরের মধ্যে চার আসরেই নিজের দলকে চ্যাম্পিয়ন করেছেন নড়াইল এক্সপ্রেস।

মাশরাফির হাত ধরে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। প্রথম দুই আসরে ঢাকাকে চ্যাম্পিয়ন করেছেন। নড়াইল এক্সপ্রেসের ক্যারিশম্যাটিক ক্যাপ্টেন্সিতে একবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবার ম্যাশের নেতৃত্বে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে রংপুর রাইডার্স।

আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি উজ্জীবিত মাশরাফি। কয়েক দিন আগেই একাদশ জাতীয় সংসদে নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। রংপুর রাইডার্সের জার্সিতে আগামীকাল মাশরাফি যখন খেলতে নামবেন তখনই রেকর্ড বইয়ে নতুন এক অধ্যায়ের সংযোজন হবে। প্রথম কোনো সাংসদ বিপিএলে খেলবেন।

সাধারণ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর চারদিক থেকেই অভিনন্দন পাচ্ছেন রাইডার্স দলপতি। রাইডার্স কোচ টম মুডিও তাকে আলাদা করে অভিনন্দন জানিয়েছেন। গতকাল রংপুরের কোচ মিডিয়াকে বলেছেন, ‘মাশরাফির জীবনে এটা একটা অনন্য অধ্যায়। তার এই বিরল অর্জনের জন্য আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। সবচেয়ে বড় কথা সে ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ।’ চ্যালেঞ্জ নিতে ভীষণ পছন্দ করেন মাশরাফি। প্রতিটি পদক্ষেপে বিজয়ী হচ্ছেন। এবার ম্যাশের সামনে চ্যালেঞ্জ বিপিএল। গতবারের মতো এবারও দুর্দান্ত এক দল গঠন করেছে রংপুর রাইডার্স। টি-২০ সম্রাট ক্রিস গেইল ছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভয়ঙ্কর এবি ডি ভিলিয়ার্স ও অ্যালেক্স হেল।

এবারও শিরোপা জয়ের ব্যাপারে মরিয়া কোচ টম মুডি, ‘আগের আসরের ছন্দটা এবারও ধরে রাখতে চাই। ওই আসরে কঠোর পরিশ্রম করেছিলাম, তার সুফলও পেয়েছি। তার মানে এই নয়, এবার আয়েশিভাবে খেলবো। আমাদের লক্ষ্য শিরোপার দিকেই।’

গত বছর রাইডার্সে ছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মারকুটে ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু এবার তিনি নেই। তবে গেইলের সঙ্গে ভিলিয়ার্স ও হেলসকে পেয়ে খুশি মুডি, ‘আমাদের দলে বিশ্বমানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। গেইল ও হেলসের সঙ্গে আমার আগে কাজ করার অভিজ্ঞতা আছে। তবে ডি ভিলিয়ার্সের সঙ্গে কখনো কাজ করিনি। তাই একটা নতুন অভিজ্ঞতা হবে। টি-২০তে সে খুবই ভয়ঙ্কর এক ক্রিকেটার।’ রংপুর রাইডার্সের স্থানীয় ক্রিকেটারদের নিয়েও রোমাঞ্চিত টম মুডি। তিনি বলেন, ‘আমাদের দলের স্থানীয় ক্রিকেটাররাও দারুণ। যদিও অনেকের সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা নেই। তবে সবাই জানে, তাদের কী ভূমিকা পালন করতে হবে!’ অন্য যেকোনো আসরের চেয়ে এবার লড়াই হাড্ডাহাড্ডি হবে, ইঙ্গিত দিয়েছেন রাইডার্স কোচ। একদিন পরেই শুরু হচ্ছে মাঠের লড়াই। বাজছে দামামা। রাইডার্স ছাড়াও বাকি ছয় দল- চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্সও দাপুটে দল গঠন করেছে। গত আসরে প্লে-অফ খেলা টাইটানস্ এবার শিরোপার জন্য মুখিয়ে আছে। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠ মাতাবেন লাসিথ মালিঙ্গা, কার্লোস ব্রাথওয়েট, ব্রেন্ডন টেলরের মতো তারকা। দলটি কোচ লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে বলেন, ‘গত আসরে আমরা দুর্দান্ত খেলেছি। এবার দল হিসেবে ভালো করতে চাই। নিজেদের সেরাটা দিতে পারলে আশা করি ভালো কিছুই হবে।’

রানার্সআপ ঢাকা ডায়নামাইটস এবারও সেরা সেরা তারকাদের দলে ভিড়িয়েছেন। অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিদেশি তারকাদের মধ্যে রয়েছে- সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল। গতকাল দলটির তারকা পেসার রুবেল হোসেন বলেন, ‘প্রথম থেকে দেখে আসছি, ঢাকা সবসময় চ্যাম্পিয়ন দল গঠন করে। আমি এবারই ঢাকা দলের হয়ে প্রথম খেলছি। আমি বেশি রোমাঞ্চিত, আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের এবারের দলটাও অনেক ভালো। সবাই কঠোর পরিশ্রম করছে। সবার যদি সবার জায়গা থেকে ভালো করে তাহলে ভালো ফলাফলই হবে ইনশাল্লাহ।’

বিপিএলে এবার প্রথমবারের মতো অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন জাতীয় দলের তারকা মেহেদী হাসান মিরাজ। নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত রাজশাহী কিংসের দলপতি, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সুযোগ। এমন বড় টুর্নামেন্টে আমার এর আগে কখনো অধিনায়কত্ব করা হয়নি। এখানে অনেক অভিজ্ঞ ক্রিকেটাররা থাকেন। এটি অনেক বড় একটি টুর্নামেন্ট। আমার কাছে মনে হয় এটি অনেক বড় অভিজ্ঞতা আমার জন্য। চেষ্টা করবো আমার শতভাগ দেওয়ার জন্য।’

কুমিল্লা ভিক্টোরিয়ানসের তারকা ইমরুল কায়েস বলেন, ‘এই বছর আমাদের সবার লক্ষ্য আছে ফাইনালে খেলার এবং সবাই ওভাবেই মানসিকভাবে প্রস্তুত আছে। এবারের টুর্নামেন্টে কুমিল্লা ভালো একটি দল বানিয়েছে। সবাই অনেক আশাবাদী।’ সিলেট সিক্সার্স অস্ট্রেলিয়ার মারকুটে তারকা ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছেন। এছাড়া লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান ও তাসকিন আহমেদের মতো স্থানীয় তারকা ক্রিকেটার রয়েছে। সে তুলনায় মুশফিকের নেতৃত্বে চিটাগাং ভাইকিংস বেশ সাদামাটাই বটে। তবে ২০ ওভারের ক্রিকেটে কাউকে ছোট করে দেখার কিছুই নেই। দলীয় সমন্বয় থাকলে ‘ছোট’ দলই পায় ‘বড়’ সাফল্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর