রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিশন শুরু

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিশন শুরু

মধ্যপ্রাচ্যের দল জর্ডানের বিপক্ষে আজ মাঠে নামার আগে অনুশীলন করে নিচ্ছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া -এএফপি

এশিয়ান কাপ শুরু হয়ে গেল গতকাল থেকেই। চার বছর আগে এই টুর্নামেন্টেই দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন টিম কাহিলরা। অস্ট্রেলিয়ার সেই দলটার এখন অনেকেই আর আন্তর্জাতিক ফুটবল খেলেন না। যারা ছিলেন তারাও ইনজুরিতে আক্রান্ত। সম্পূর্ণ নতুন একটা দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। আজ এশিয়ান কাপে তাদের প্রতিপক্ষ জর্ডান। একইদিনে মাঠে নামছে ভারত। সর্বশেষ ২০১১ সালে এশিয়ান কাপ খেলা ভারতীয়দের প্রতিপক্ষ আজ থাইল্যান্ড। দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে সিরিয়া-ফিলিস্তিন।

এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার লক্ষ্য এবারেও শিরোপা ধরে রাখা। তবে সত্যিটা হলো, এবারে তেমন শক্তিশালী দল নিয়ে লড়াইয়ে নামতে পারছে না সকারুরা। টিম কাহিল ও জেদিনাকের বিদায়ের পর যারা দলের হাল ধরতে পারতেন তাদেরও অনেকে ইনজুরিতে। এই কারণে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বর্তমান এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের পথ চলা। তবে গ্রুপপর্বে খুব বড় ধরনের বাধার মুখে পড়তে হবে না সকারুদের। বি গ্রুপে তারা জর্ডান ছাড়াও মুখোমুখি হবে ফিলিস্তিন ও সিরিয়ার। তিনটা দলই অস্ট্রেলিয়ার চেয়ে অনেকটা নিচে। সেই হিসেবে অস্ট্রেলিয়ার মূল লড়াই শুরু হবে নকআউট পর্ব থেকে। সেখানে তাদেরকে শুরুতেই মুখোমুখি হতে হবে শক্তিশালী দলগুলোর। এবার এশিয়ান কাপে অস্ট্রেলিয়া ছাড়াও ফেবারিটের তালিকায় আছে ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব। দেখা যাক বর্তমান চ্যাম্পিয়নরা কেমন করে! দলে বেশ কয়েকজন তারকার অনুপস্থিতি স্বত্বেও অস্ট্রেলিয়ানরা এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে এগিয়ে যেতে মরিয়া। কোচ গ্রাহাম আরনল্ড তার শিষ্যদের চ্যাম্পিয়ন হওয়ার মতো করেই গড়ে তুলেছেন। এদিকে ভারতীয়রা চতুর্থবারের মতো এশিয়ান কাপ খেলতে নামছে। এর আগে তারা সর্বশেষ ২০১১ সালে এশিয়ান কাপ খেলেছিল। সেবার কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরেছিল ভারতীয়রা। অস্ট্রেলিয়া, বাহরাইন এবং দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানেই হেরেছিল তারা। তবে নতুন করে দল গঠন করেছে ভারত। গত কয়েক বছর ধরে দুর্দান্ত ফুটবল খেলছে তারা। এবারের এশিয়ান কাপে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্ব করছে ভারত। এ গ্রুপে তারা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মুখোমুখি হবে থাইল্যান্ড এবং বাহরাইনের। ২০১১ সালে বাহরাইন বাধা অতিক্রম করতে পারেনি তারা। দেখা যাক, এবার কী করতে পারে ভারতীয়রা!

সর্বশেষ খবর