রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

থিসারা ৭৪ বলে ১৪০

ক্রীড়া ডেস্ক

শেষ ব্যাটসম্যান হিসেবে থিসারা পেরেরা যখন সাজঘরে ফিরেন, তখনো স্কোর কার্ডে ৩.৪ ওভার বাকি। রান বাকি তখন ২২ রান। অর্থাৎ ২২ বলে জয়ের জন্য সফরকারী শ্রীলঙ্কার দরকার ছিল ২২ রান। কিন্তু আর কোনো ব্যাটসম্যান না থাকায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে হেরে যায় ২১ রানে। আউট হওয়ার আগে থিসারা পেরেরা বুকে কাঁপন ধরিয়েছিলেন স্বাগতিক নিউজিল্যান্ডের। খেলেছেন ১৪০ রানের টর্নেডো ইনিংস। ৭৪ বলের বিধ্বংসী ইনিংসে ছিল ৮টি চার ও অতিমানবীয় ১৩ ছক্কা। প্রথম ওয়ানডেতে তার ওভার থেকে ৫ ছক্কায় ৩৪ রান নিয়েছিলেন নিশান। গতকালও নিশান রান করেছেন। সেদিনের বিধ্বস্ত হওয়া থিসারা পেরেরা গতকাল প্রতিশোধ নিয়েছেন ঝড়ো ব্যাটিং করে। ৩২০ রানের পর্বতসমান স্কোর তাড়া করতে নেমে ২৫ ওভারে ক্রিকেট আসেন। তখন স্কোর বোর্ডের দ্বীপ রাষ্ট্রের রান ৫ উইকেটে ১২১। পরের ২৫ ওভারে ১৯৯ রান করার অবিশ্বাস্য টার্গেটে ব্যাটিং করতে থাকেন থিসারা পেরেরা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন মাত্র ৫৭ বলে। তাতে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। প্রথম ৫০ করেন মাত্র ২৮ বলে। দ্বিতীয় ৫০ করতে বল খরচ করেন মাত্র ১৯ বল। শেষ ৪০ রান করেন ১৫ বলে। তার ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৪৬.২ ওভারে ২৯৮ রান। এর আগে ব্যাট করে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৯ রান। তিন কিউই ব্যাটসম্যান খেলেন পঞ্চাশোর্ধ ইনিংস। ওপেনার কলিন মুনরো ৮৭, রস টেলর খেলেন ৯০ ও নিশাম ৬৪ রান করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর