মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইতিহাস লিখেই ফেলল ভারত

ক্রীড়া ডেস্ক

ইতিহাস লিখেই ফেলল ভারত

ভারত প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৮৩ সালে। ভারতের শিরোপা জয়ে তখন বিস্ময়ে ভেঙে পড়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। চমকে উঠেছিলেন ক্রীড়াপ্রেমীরা। ২৮ বছরের ব্যবধানে আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ভারত। দুই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়েও এবারের অস্ট্রেলিয়া জয়কে বড় করে দেখছেন দলটির কোচ রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার মাটিতে তিনিও টেস্ট খেলেছেন। কিন্তু জয় কিংবা সিরিজ জয়ের উৎসবে মেতে উঠতে পারেননি। এবার তিনি উৎসব উচ্ছ্বাসে মেতেছেন। প্রিয় শিষ্য বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, জশপ্রীত বুমরাহদের সঙ্গে নেচেছেন নাগিন নাচ। বৃষ্টিতে সিডনি টেস্টের শেষ দিনে একটি বলও হয়নি। আম্পায়ারদ্বয় যখন দুই অধিনায়কের সঙ্গে কথা বলে টেস্ট শেষের বেলস তুলে নেন, তখনই মাঠের এক কোণায় দাঁড়িয়ে কোহলি, পূজারাসহ পুরো দল নাগিন নাচে মেতে উঠে ইতিহাস লেখার আনন্দে। সিডনি টেস্ট ড্র হতেই চার ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ৭১ বছরের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতল ভারত। শুধু তাই নয়, সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, ইমরান খান, অর্জুনা রানাতুঙ্গারা যা পারেননি, বিরাট কোহলি সেটাই করে দেখিয়েছেন। 

অ্যাডিলেড টেস্ট জিতে সিরিজে এগিয়ে যায় ভারত। পার্থে জয় নিয়ে সমতা আনে অস্ট্রেলিয়া। মেলবোর্নে ফের জিতে সিরিজ এগিয়ে যান কোহলিরা। তখনই মনে হয়েছিল ইতিহাস লিখবে ভারত। সিডনিতে চেতেশ্বর পূজারা ও ঋশাভ পান্থের জোড়া সেঞ্চুরিতে ৭ উইকেটে ৬২২ রান করে ইনিংস ঘোষণা করে। চার টেস্ট ম্যাচ সিরিজে তিনটি সেঞ্চুরি করেছেন ডান হাতি ব্যাটসম্যান পূজারা। সব মিলিয়ে ৭৪.৪২ গড়ে ৫২১ রান করেছেন তিনি। পিছিয়ে ছিলেন না পান্থও। এক সেঞ্চুরিতে রান করেছেন ৩৫০ এবং ডিসমিসাল ছিল ২০টি। মিচেল স্টার্ক, প্যাটে কামিন্স, জশ হ্যাজলওডদের বিস্মিত করে ২১ উইকেট নিয়ে সবার উপরে নিজেকে ঠাঁই দেন জশপ্রীত বুমরাহ। ভারতের পর্বতসমান স্কোরের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০০ রান করে ফলোঅনে পড়ে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে ১৯৫৫ সালের পর ফলোঅনে পড়ে স্বাগতিকরা। ঘর ও বাইরে মিলিয়ে ২০০৫ সালের পর এবারও ফলোঅনে পড়লো দলটি। ফলোঅনে পরে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬ রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। ১৯৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন চেতেশ্বর পূজারা। তিন সেঞ্চুরি করে সিরিজ সেরাও হয়েছেন তিনি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর