মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেসিকে ছাড়িয়ে ছেত্রি

ক্রীড়া ডেস্ক

মেসিকে ছাড়িয়ে ছেত্রি

বাংলাদেশ ও ভারতের অবস্থা একই বলা যায়। যা প্রাপ্তি ক্রিকেটকে ঘিরে। কপিল দেব, সুনিল গাভাস্কার, মো. আজাহার উদ্দিন, শচীন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলিরা একের পর এক কীর্তি গড়েছেন। বাংলাদেশের মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মুস্তাফিজরা রেকর্ড গড়েছেন। বাকি খেলাতে দুই দল ততটা সফল নয়। তবে ফুটবলে ভারত ধীরে ধীরে উন্নয়ন ঘটাচ্ছে। রবিবার এশিয়া কাপে থাইল্যান্ডকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তা জানান দিয়েছে। ম্যাচে ২ গোল করে লিওনেল মেসিকে পেছনে ফেলে দিয়েছেন ভারতের সুনীল ছেত্রি। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন অধিনায়ক মেসির গোল সংখ্যা যেখানে ৬৫। সেখানে সুনিলের দাঁড়াল ৬৭। মেসিকে পেছনে ফেলাটা নিঃসন্দেহে গর্বের। তবে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙাটা কঠিনই হবে। কেননা আন্তর্জাতিক ম্যাচে রোনালদো এখন পর্যন্ত গোল করেছেন ৮৫টি।

মেসির এই রেকর্ড ভাঙাটা সুনীলের স্বল্প দিনেই বলা যায়। আন্তর্জাতিক টুর্নামেন্টে মেসি আরও গোল পাবেন এ নিয়ে সংশয় নেই। তবুও সুনীল ছেত্রীর কীর্তিকে খাটো করে দেখার উপায় নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর