বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সায়েম সোবহানকে চেয়ারম্যান করে ফুটবলে স্ট্যান্ডিং কমিটি

শেখ রাসেলের ভাবনায় শুধুই শিরোপা

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের ভাবনায় শুধুই শিরোপা

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর পাল্টে গেছে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেহারা। পেশাদার ফুটবল লিগে পেশাদারিত্বে সব শর্ত মেনেই দলটি মাঠে নামছে। গড়া হচ্ছে শক্তিশালী দল। তবু দুর্ভাগ্য শেখ রাসেলের। গেল দুই মৌসুমে শিরোপার কোনো ট্রফিই ঘরে তুলতে পারেনি। সমর্থকদের মুখে হাসি ফোটাতে এবারও দেশি ও বিদেশি খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল গড়েছে শেখ রাসেল। নতুন কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সাইফুল বারী টিটু। মৌসুমের শুরু থেকেই শক্তির পরিচয় দিচ্ছে শেখ রাসেল। ফেডারেশন কাপে সেমিফাইনাল খেলেছে। স্বাধীনতা কাপে রানার্স আপ হয়েছে। কিন্তু শেখ রাসেলের মতো দলের শিরোপা ছাড়া কি মানায়? সামনেই মাঠে গড়াচ্ছে দেশসেরা ফুটবলের আসর পেশাদার লিগ। লক্ষ্য একটাই শিরোপা। যে মানের দল তাতে লিগ জয়ের সামর্থ্য রাখে শেখ রাসেল।

তারকা খেলোয়াড় নিয়ে দল গড়েছে। মাঠে খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে শক্তিশালী ১৮ সদস্যের স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হয়েছেন পরীক্ষিত সংগঠক মো. ইমরুল হাসান। সদস্যসচিব হয়েছেন অভিজ্ঞ সংগঠক সালেহ জামান সেলিম। অন্য সদস্যরা হলেন, মীর সমির, সাহজাহান কবির, ময়নুল হক মঞ্জু, রেজাউল করিম রেজা, মো. মাকসুদুর রহমান, খলিলুর রহমান, এস এম জাহাঙ্গীর, হাবিবুর রহমান খাঁন, হামিদুল হক শামিম, আলহাজ শাহ্ আলম, মো. জাকির হোসেন, আবু বকর খান। এ ছাড়া পদাধিকারবলে সদস্য হয়েছেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, আবদুল লতিফ ও বেলায়েত হোসেন বেপারি। স্ট্যান্ডিং কমিটির সদস্যসচিব ক্লাবের ক্রীড়া পরিচালক সালেহ্ জামান সেলিম বলেন, ‘শেখ রাসেলের শক্তি শ্রদ্ধেয় চেয়ারম্যান সায়েম সোবহান। তিনি ক্লাবের অভিভাবক হওয়ার পরই শেখ রাসেলের চেহারা পাল্টে দিয়েছেন। কোনো কিছুতেই না করেননি তিনি। যা দরকার প্রয়োজনের চেয়ে বেশি দিচ্ছেন। ব্যবসায়িক কাজে শত ব্যস্ততার মধ্যেও তিনি ক্লাবকে সময় দিচ্ছেন। তাকে কাছে পেয়ে পুরো দলই উজ্জীবিত। তারপরও আমরা শিরোপার ট্রফি উপহার দিতে পারিনি।

সালেহ্ জামান সেলিম দৃঢ় কণ্ঠে বলেন, ‘এবার আমরা পেশাদার লিগ জিতে শ্রদ্ধেয় চেয়ারম্যানের হাতে শিরোপার ট্রফি তুলে দিতে চাই। তার নেতৃত্বে ফুটবলে শক্তিশালী স্ট্যান্ডিং কমিটি গঠন হয়েছে। এতে করে খেলোয়াড়রা আরও চাঙ্গা হয়ে উঠবে। স্বাধীনতা কাপে দুর্ভাগ্যক্রমে শিরোপা জিততে পারিনি। ফেডারেশন কাপেও ভালো খেলে ফাইনালে উঠতে পারিনি। লিগে শেখ রাসেলের ভাবনা শুধু একটাই, শিরোপা জয়।

সর্বশেষ খবর