বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দ্বিতীয় ম্যাচে মাত্র ২২ রান আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় ম্যাচে মাত্র ২২ রান আশরাফুলের

পাঁচ বছর আগে ম্যাচ পাতিয়েছিলেন বিপিএলে। সেই অভিযোগে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন দুই বছর আগে। এবার ফিরলেন বিপিএলে। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বিপিএলের চলতি আসরে খেলছেন চিটাগং কিংসের জার্সি গায়ে। ইতিমধ্যে দলটির হয়ে দুই ম্যাচ খেলেও ফেলেছেন। কিন্তু আরাধ্য রানের দেখা পাননি। ফেরার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ রান করেছিলেন। গতকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে করেছেন ২২ রান। পাঁচ বছর পর বিপিএল ফিরেও দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি ৩৫ বছর বর্ষীয় আশরাফুল।

বিপিএলে ফিরেই আশরাফুল জানিয়েছিলেন, সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। চলতি আসরের প্রথম ম্যাচে তিনি খেলতে নামেন গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে। প্রিয় ব্যাটিং পজিসন ওয়ান ডাউনে খেললেও সাফল্য পাননি। মাত্র ৫ বলের মুখোমুখিতে সাজঘরে ফিরেন ৩ রান করে। গতকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলেন ওয়ান ডাউনে। ডেলপোর্টের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫২ বলে ৫৭ রান। তাদের এই জুটিও দলকে ৫ রানের হার এড়াতে পারেনি। আশরাফুলের ২১ বলের ইনিংসটিতে ছিল মাত্র ৩টি চার। তাসকিন আহমেদ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে যেয়ে সাব্বির রহমানের তালুবন্দী হয়ে ফিরেন সাজঘরে। চিটাগংয়ের তৃতীয় ম্যাচ ১২ জানুয়ারি, প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স।

সর্বশেষ খবর