বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চেলসিকে হারাল টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক

লিগ কাপে (ইএফএল কাপ) গতবারের রানার্সআপ আর্সেনালকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করেছিল টটেনহ্যাম। সেমিফাইনালে তারা মুখোমুখি চেলসির। এবার চ্যালেঞ্জটা আরও কঠিন ছিল। কিন্তু সেই কঠিন চ্যালেঞ্জেও বিজয়ী হওয়ার পথে ছুটছে দলটা। সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। দ্বিতীয় লেগে পরাজয় এড়াতে পারলেই ফাইনালে পৌঁছে যাবেন হ্যারি কেইনরা। গত মঙ্গলবার সেমিফাইনালের প্রথম লেগে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে নেমে ভক্তদের চমৎকার একটা ম্যাচই উপহার দেয় চেলসি-টটেনহ্যাম। দুটা দলই অসাধারণ ফুটবল খেলে। একের পর এক আক্রমণ করে একে-অপরের জালে। আক্রমণের দিক থেকে চেলসিই ছিল সেরা। তারা ১৭টা শট নিয়েছে টটেনহ্যামের পোস্ট লক্ষ্যে। তবে গোল করতে পারেনি একটাও। অন্যদিকে হ্যারি কেইনের পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহ্যাম। ম্যাচের ২৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ এই তারকা ফুটবলার। লিগ কাপে চারবার চ্যাম্পিয়ন হয়েছে টটেনহ্যাম। সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে।

 মজার ব্যাপার হলো, সেবার তারা ফাইনালে হারিয়েছিল চেলসিকে। এরপর ২০১৪-১৫ মৌসুমে ফাইনাল খেললেও সেই চেলসির কাছে হেরেই শিরোপাবঞ্চিত হয় টটেনহ্যাম। গতবার লিগ কাপ জিতেছে ম্যানসিটি। এবারও সেমিফাইনালে টিকে আছে তারা। দেখা যাক, লিগ কাপের শিরোপা এবার কার শোকেসে উঠে!

সর্বশেষ খবর