শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দর্শকে ভরপুর মিরপুর

ক্রীড়া প্রতিবেদক

শীতের দুপুরে মুখোমুখি হয়েছিল বিপিএলের দুই পরাশক্তি রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। দুই হেভিওয়েটের লড়াই দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার দর্শক। ক্রিকেটপ্রেমীরা মাঠে উপস্থিত হয়েছিলেন দুই হার্ড হিটার ক্রিস গেইল ও হজরতউল্লাহ জাজাইয়ের ব্যাটিং তা ব দেখতে। কিন্তু হতাশ হয়েছেন। তার বিপরীতে দর্শকরা দেখেছেন আল ইসলামের বিশ্ব রেকর্ড। মুগ্ধ হয়েছেন কিয়েরন পোলার্ড ও রিলি রশোর চার ছক্কার ফুলঝুড়িতে। টানটান উত্তেজনার ম্যাচটি ঢাকা ডায়নামাইটস জিতেছে ২ রানে। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ভাইকিংস ও রাজশাহী কিংস। দুর্ভাগ্য কুমিল্লার, দলটির অন্যতম ভরসা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ নিজেকে সরিয়ে নিয়েছেন আসর থেকে। ব্যক্তিগত কোনো কারণ নয়, কনুইয়ের আঘাতে গতকাল রাতে তিনি উড়ে গেছেন অস্ট্রেলিয়া। যদি খেলার মতো অবস্থায় ফিরে কনুই, তাহলে উড়ে আসবেন বিপিএল খেলতে। না হলে দুই ম্যাচ খেলেই শেষ স্মিথের বিপিএল। আগের ম্যাচে জয় পাওয়া রাজশাহী কিংস গতকাল প্রথমে ব্যাট করে সংগ্রহ করে ১২৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।   

৫ জানুয়ারি মাঠে গড়িয়েছে বিপিএলের ষষ্ঠ আসর। প্রথম চার দিনে ৮ ম্যাচ হলেও মাঠে ছিল না দর্শক। হতাশ হওয়ার মতো উপস্থিতি ছিল দর্শকদের। গতকাল প্রথম আশা জাগানোর মতো দর্শক উপস্থিত হয়েছেন মাঠে। শুক্রবার ছুটির দিন। দুই হেভিওয়েট ঢাকা ও রংপুরের ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াই দেখতে চড়া দামে টিকিট কিনে মাঠে উপস্থিত হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ২০০ টাকার গ্যালারি টিকিট অনেকেই কিনেছেন ৫০০ টাকায়। ৫০০ টাকার ক্লাব হাউজের টিকিট বিক্রয় হয়েছে হাজার টাকায়। তারপরও অনেকে টিকিট কিনতে ব্যর্থ হয়ে স্টেডিয়ামের চারপাশে অলস সময় পার করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর