শনিবার, ১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইসলামের বোলিং অ্যাকশন সন্দেহজনক

ক্রীড়া প্রতিবেদক

একেবারেই আনকোড়া ক্রিকেটার হিসেবে বিপিএলে অভিষেক হয়েছে আলিস আল ইসলামের। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের পক্ষে খেলতে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখেছেন ইসলাম। গতকাল প্রথমবার খেলতে নেমে হ্যাটট্রিক করেছেন ডান হাতি অফ স্পিনার। তার দুরন্ত বোলিংয়ে ২ রানের অবিশ্বাস্য জয় তুলে নেয় ঢাকা। অসাধারণ, চোখ ধাঁধানো বোলিং করলেও ইসলামের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে রংপুর রাইডার্স। বল করার সময় তার হাত এমনভাবে ভেঙে যায়, খালি চোখেও মনে হয় ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছে তার কনুই। বিশেষ করে ‘দুসরা’ মারার সময় তার কনুই আরও বেশি ভাঙে বলে মনে করছেন ক্রিকেট স্পেশালিস্টরা। শুরুতে আলিস আল ইসলামের নাম প্লেয়ার্স ড্রাফটে ছিল না। কয়েকদিন আগে তাকে দলভুক্ত করে ঢাকা। চারদিন আগে বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানায়, ড্রাফটের বাইরে থেকে যে কোনো একজন স্থানীয় ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। বিপিএলের অনুমতির পরপরই তাকে দলভুক্ত করে ঢাকা। তবে ইসলামের দলভুক্তি নিয়ে রংপুর কিংবা অপরাপর দলগুলোর কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি তার বোলিং অ্যাকশন নিয়ে। ইসলাম প্রথম বিভাগে খেলেছেন ওল্ড ডিওএইচএসে। লিগে বোলিং করার সময় তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও ইসলাম বলেছেন, তিনি সেটা শুধরে এসেছেন। বিপিএল টেকনিক্যাল কমিটি ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘ইসলামের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ ছিল। সে অ্যাকশন সংশোধন করে এসেছে। রিপোর্টেড বোলারকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। আম্পায়াররা যদি তার অ্যাকশন নিয়ে কোনো রিপোর্ট জমা দেন, তখন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’ অবশ্য কালকের আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো রিপোর্ট জমা দেননি বলেন জালাল ইউনুস।

সর্বশেষ খবর