রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৮ জানুয়ারিতেই শুরু পেশাদার লিগ

ক্রীড়া প্রতিবেদক

১৮ জানুয়ারিতেই শুরু পেশাদার লিগ

না পেশাদার লিগ পেছাল না। লিগ কমিটির সিডিউল অনুযায়ী ১৮ জানুয়ারি থেকেই দেশসেরা ফুটবলের এই আসর মাঠে গড়াচ্ছে। বাফুফের যে বার্ষিক পঞ্জিকা তৈরি করা হয় তাতে ৩০ নভেম্বর লিগ শুরুর কথা ছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সেসময় লিগ শুরু করা যায়নি। কেননা ৩০ ডিসেম্বর নির্বাচনের পর দেশে পরিস্থিতি কেমন থাকে সেটা দেখার বিষয় ছিল। নির্বাচনের পরই ১৮ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়। কয়েকটি ক্লাব লিগ পেছানোর দাবি তুলে। বিশেষ করে নবাগত নফেল স্পোর্টিংয়ের দাবি ছিল ফেব্রুয়ারি থেকে লিগ শুরু করার। এমনো শোনা যাচ্ছিল বাফুফের কাছে যে বকেয়া আছে তা পরিশোধ না করা পর্যন্ত কয়েকটি ক্লাব লিগে নামবে না। লিগ কমিটির চেয়ারম্যান বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এমপি বলেছিলেন লিগ পেছাবে কি পেছাবে না তা নির্ভর করছে ক্লাবগুলোর সিদ্ধান্তের ওপর। কেননা তাদের নিয়েই তো যত আয়োজন। অবশ্যই ক্লাবগুলোর সমস্যার গুরুত্ব দেওয়া হবে। গতকাল পেশাদার লিগের ১৩ দলের প্রতিনিধির উপস্থিতিতে লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে একমাত্র নফেলই লিগ পেছানোর দাবি  তোলে। অন্যরা রাজি থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী ১৮ জানুয়ারি থেকেই পেশাদার লিগ মাঠে গড়াবে।

সর্বশেষ খবর