রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফ্যাব্রিগাস-অঁরির পুনর্মিলন

ক্রীড়া ডেস্ক

মোনাকো নিজেদের কোনোভাবেই জয়ের রাস্তায় তুলতে পারছে না। এই কারণেই জানুয়ারি ট্র্যান্সফার উইন্ডোতে নির্ভরযোগ্য কাউকে নিয়ে দলটা গোছাতে চেয়েছিল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের এই ক্লাব এবার দলে নিল স্প্যানিশ তারকা সেস ফ্যাব্রিগাসকে। চেলসি থেকে তাকে দলে নিতে মোনাকোর খরচ হলো ১০ মিলিয়ন ইউরো। সাড়ে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন ৩১ বছর বয়সী এই তারকা ফুটবলার। এই চুক্তির ফলে সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরির সঙ্গে পুনর্মিলন হচ্ছে সেস ফ্যাব্রিগাসের। আর্সেনালে এক সময় দুজন সতীর্থ ছিলেন। অঁরি ১৯৯৯-২০০৭ পর্যন্ত খেলেছেন আর্সেন ওয়েঙ্গারের দলে। আর ফ্যাব্রিগাস খেলেছেন ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত। আর্সেনালের সাবেক সতীর্থকে গুরু হিসেবে পেয়ে দারুণ আনন্দিত ফ্যাব্রিগাস। তিনি বলেন, ‘আমি ঐতিহাসিক একটি ক্লাবের জার্সিতে শুরু করতে যাচ্ছি। এই ঘোষণা দিতে পেরে আমি সত্যিই নিজেকে সম্মানিত বোধ করছি।’

ফ্যাব্রিগাস ২০১৪ সালে বার্সেলোনা থেকে চেলসিতে পাড়ি জমান। এরপর থেকে এখানে তিনি দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং একটি করে এফএ কাপ ও লিগ কাপ জিতেছেন। চেলসিতে ফ্যাব্রিগাসের পথচলা অনেক সহজ ছিল। তবে মোনাকোতে অতোটা সহজ হবে না। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রেলিগেশনের কবলে পড়ে আছে মোনাকো। ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে তাদের অবস্থান ১৯ নম্বরে। চলতি মৌসুমে তারা জয় পেয়েছে মাত্র ৩টা ম্যাচে। হেরেছে ১১টাতে! অথচ এই দলটাই দুই মৌসুম আগে লিগ জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছে। দেখা যাক, অঁরির সঙ্গে মিলে মোনাকোর ভাগ্য বদলাতে পারেন কি না ফ্যাব্রিগাস!

সর্বশেষ খবর