রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অ্যালিসের বোলিং নিয়ে আম্পায়ারদের রিপোর্ট

ক্রীড়া প্রতিবেদক

২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার দুই পিঠ দেখে ফেললেন অ্যালিস আল ইসলাম। বিপিএলের নিজের অভিষেক ম্যাচে ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে বাজিমাত করেছেন ডান হাতি অফ স্পিনার। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে ২ রানের অবিশ্বাস্য জয়ের ম্যাচে করেছেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকের আনন্দ মিলিয়ে যাওয়ার আগে ম্যাচের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও মার্টিনেজ সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন। আম্পায়ারদের রিপোর্ট জমা দেওয়ার বিষয় স্বীকার করেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারমান জালাল ইউনুস। রিপোর্ট জমা পড়লেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে অংশগ্রহণ করা না করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্য, টুর্নামেন্ট চলাকালীন কিংবা পরে পরীক্ষা দিতে হবে ইসলামকে। সেটা নির্ধারণ করবে রিভিউ কমিটি।

পঞ্চমদিন রংপুরের বিপক্ষে ম্যাচে অভিষেক আল ইসলামের। প্রথম ম্যাচেই মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মর্তুজা ও ফরহাদ রেজাকে আউট করে হ্যাটট্রিক করেন ডান হাতি অফ স্পিনার। বিপিএলের চলতি আসরে এটাই প্রথম হ্যাটট্রিক। ম্যাচ শেষে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর তার ‘দুসরা’ বোলিং নিয়ে আপত্তি জানায়। বর্তমান চ্যাম্পিয়নদের আপত্তি যে ঠিক ছিল, সেটা প্রমাণিত হলো দুই আম্পায়ারের রিপোর্ট জমা দেওয়ার পর।

সর্বশেষ খবর