রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোনালদোর ডিএনএ পরীক্ষা

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে ধর্ষণের অভিযোগের তদন্ত হিসেবে তার ডিএনএ নমুনা চেয়েছে লাস-ভেগাসের পুলিশ। ৩৩ বছর বয়সী পর্তুগিজের জুভেন্টাস ফুটবলারের আইনজীবী পিটার এস ক্রিস্টিয়েনসেন বিবিসিকে খুবই স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেছেন। এ ধরনের মামলায় অভিযুক্ত আসামির ডিএনএ পরীক্ষা করা হয়। দিওয়াল স্ট্রিট জার্মান জানিয়েছে, পরোয়ানাটি সম্প্রতি ইতালিতে জুভেন্টাস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ২০০৯ সালে লাসভেগাসের হোটেল ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন রোনালদো। রোনালদোর ডিএনএ নমুনা চাওয়া প্রসঙ্গে তার আইনজীবী ক্রিস্টিয়েনসেন বিবৃতিতে বলেন, রেনালদো তখন যা বলেছেন, এখনো তা বলছেন।

২০০৯ সালে লাসভেগাসের হোটেলে যা ঘটেছিল তা পারস্পরিক সমঝোতায় হয়েছিল। তাই (সেখানে) তার ডিএনএও চাওয়াটাই বিস্ময়ের নয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ যে অনুরোধ করেছে সেটাও স্বাভাবিক। জার্মান সাময়িকী ডের স্পিগেন গত অক্টোবরে প্রথম এই খবর প্রকাশ করে। সাময়িকীটি জানিয়েছিল, ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যে লাসভেগাসের পুলিশকে জানিয়েছিলেন মায়োরগা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর