সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হ্যাটট্রিকে চোখ ঢাকা আবাহনীর

ফেবারিটদের লিগ ভাবনা

রাশেদুর রহমান

হ্যাটট্রিকে চোখ ঢাকা আবাহনীর

মৌসুমের প্রথম টুর্নামেন্টেই (ফেডারেশন কাপ) নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। টুর্নামেন্টের ১১ নম্বর শিরোপা ঘরে তুলেছে তারা। ফাইনালে হারিয়েছে বসুন্ধরা কিংসকে। অবশ্য স্বাধীনতা কাপের সেমিফাইনালে সেই বসুন্ধরা কিংসের কাছে হেরেই বিদায় নেয় তারা। তাই বলে নিজেদের শক্তিমত্তা সম্পর্কে মোটেও নিরাশ নয় দলটা। পেশাদার লিগে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড এবারেও চ্যাম্পিয়ন হতে চায়। ঢাকা আবাহনী লিমিটেড দারুণ শক্তিশালী এবারের লিগে। নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ছাড়াও আলো ছড়াচ্ছেন হাইতির বেলফোর্ট এবং আফগানিস্তানের মাসিহ সাইগনি। তাছাড়া মামুনুল ইসলাম আর দক্ষিণ কোরিয়ার কো মিন হিয়ুক তো আছেনই। আক্রমণভাগের মতো ডিফেন্সটাও দারুণ। ক্লাবের ম্যানেজার জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার সত্যজিত দাস রুপু বলেন, ‘আমরা ব্যালেন্সড একটা দল গঠন করেছি। সবদিকেই সমান শক্তিশালী। মাঠের লড়াইয়ে ভালো করতে পারলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’ কিন্তু শক্তিশালী দল গঠন করেও নিশ্চিন্ত নয় ঢাকা আবাহনী লিমিটেড। চ্যালেঞ্জটা ভালোই জানা আছে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। সত্যজিত দাস রুপু বলেন, ‘বিশেষ কোনো  দলকে শক্তিশালী বলা যাবে না। লিগ একটা ম্যারাথন দৌড়ের মতো। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দৌড়াতে পারলেই চ্যাম্পিয়ন হওয়া যায়। আমাদের কাছে সব প্রতিপক্ষই শক্তিশালী।’ এছাড়াও তিনি গত মৌসুমে যারা নিচের দিকে ছিল লিগের পয়েন্ট তালিকায়, তাদের বিপক্ষে ম্যাচগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে খেলার কথা বলেছেন। এবারের লিগ ছয়টা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও তালিকায় আছে নীলফামারী, সিলেট, ময়মনসিংহ, গোপালগঞ্জ এবং নোয়াখালী। দলগুলোর সামনে প্রতিপক্ষের মুখোমুখি হওয়া ছাড়াও থাকবে দীর্ঘ ভ্রমণের চ্যালেঞ্জ। আবাহনীর ম্যানেজার বলেন, ‘দীর্ঘ ভ্রমণের ফলে ফুটবলারদের জন্য ভালো খেলা উপহার দেওয়া চ্যালেঞ্জিং হবে। তাছাড়া পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়টাও তো রয়েছে। তবে এতে করে দর্শকদের জন্য ভালো হলো। তারা মাঠে আসবে। ফুটবলে একটা নতুন উত্তেজনা আসবে।’ ঢাকা আবাহনী অন্যতম ফেবারিট দল লিগে। পেশাদার লিগে প্রথম তিনবার টানা জিতে হ্যাটট্রিক করেছিল। গত দুইবার লিগ জেতায় আরও একবার হ্যাটট্রিক করার সুযোগ তাদের সামনে। সত্যজিত দাস রুপু বলেন, ‘ঢাকা আবাহনী যে কোনো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। এবারেও আমাদের লক্ষ্য এটাই।’ দলটা পূর্ণ প্রস্তুত লিগের জন্য। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে। স্বাধীনতা কাপেও খেলেছে সেমিফাইনাল। দলের সবাই প্রস্তুত হয়েই আছে। রুপু জানিয়েছেন, বড় ধরনের কোনো ইনজুরি সমস্যা নেই দলে। সবাই সুস্থ এবং লিগ খেলার জন্য অপেক্ষার প্রহর গুনছে। দেখা যাক, ঢাকা আবাহনী লিমিটেড আরও একবার লিগে হ্যাটট্রিক শিরোপা জিততে পারে কি না!

সর্বশেষ খবর