শিরোনাম
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আত্মবিশ্বাস ফিরে পেয়েছে খুলনা

-হাবিবুল বাশার

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

ঢাকা পর্বে জয় না পাওয়া একমাত্র দল খুলনা টাইটানস। টানা চার ম্যাচ হারের লজ্জায় শীর্ষ চারে থাকাই সংশায়াচ্ছন্ন হয়ে পড়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, জুনায়েদ খান, ডেভিড মালানের খুলনার। জয়ের আস্বাদ না পাওয়ার আক্ষেপ নিয়ে খুলনা পা রাখে পুণ্যভূমি সিলেটে। হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরানের (র.) পুণ্যভূমিতে পা রেখেই অনাস্বাদিত জয়ের দেখা পায়। রাজশাহী কিংসকে হারিয়ে পাঁচ নম্বর ম্যাচে প্রথম জয় পায় আগের আসরের রানার্স আপ খুলনা টাইটানস। আগামীকাল দলটি বিপিএলের চলতি আসরে নিজেদের ৬ নম্বর ম্যাচ খেলবে। প্রতিপক্ষ তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা হারের ধাক্কা সামলে জয়ের ট্র্যাকে উঠে আসায় হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল, মনে করেন খুলনা দলের টেকনিক্যাল ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘শুধু খুলনা নয়, মিডল অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যায় ভুগছে প্রতিটি দল। আমাদের মিডল অর্ডার রান করলে অবশ্যই আমাদের পারফরম্যান্স ভালো হতো। ব্যাটসম্যানরা রান করায় আমাদের হতাশা তো আছেই। আশা করছি সিলেট থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব। মিডল অর্ডার ব্যাটসম্যানেরা রান করতে পারবে। আমাদের কোচ সবাইকে নিয়ে কাজ করছেন। এখন শুধু পারফরম্যান্সের অপেক্ষা। তবে একটি বিষয় লক্ষণীয়, আমাদের শুরুটা ভালো হচ্ছে। ২/৩ ওভারের পর  আমরা শুরুটা ধরে রাখতে পারছি না। আমাদের একটি জয় খুব জরুরি ছিল। মনে করি, জয় পেয়ে আত্মবিশ্বাসটাও ফিরে এসেছে দলে।’ 

আজ বিরতি। কাল থেকে ফের মাঠে গড়াবে ম্যাচগুলো। দ্বিতীয় জয়ের সন্ধানে থাকা খুলনা নামবে আগামীকাল। বাশার বলেন, ‘এখনো অনেক পথ বাকি। কুমিল্লার বিপক্ষে আমাদের পরের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ ভেবে এগোতে চাই।’ সিলেটে আগের মৌসুমে রান হয়েছে। এবার রান করতে নাভিশ্বাস উঠেছে দলগুলোকে। ব্যাটসম্যানদের কঠিন লড়াই করতে হচ্ছে বোলারদের বিপক্ষে। সিলেটের উইকেট হঠাৎ করেই বোলিং সহায়ক হয়ে উঠেছে। উইকেটের এমন আচরণে সন্তুষ্ট নন খুলনার টেকনিক্যাল ডিরেক্টর, ‘সিলেটের উইকেটে আগে রান হতো। এবার সে রকম হচ্ছে না। আশা করি, এখন থেকে আবার রান হবে সিলেটের উইকেটে। ঐতিহ্যগতভাবেই সিলেটের উইকেটে রান হয়।’

ঢাকায় না পারলেও সিলেটে নিজেদের ফিরে পেতে মরিয়া খুলনা টাইটানস। এরমধ্যে প্রথম জয় পেয়েছে। এখান থেকেই জয়ের ধারাবাহিকতা নিয়ে ফিরতে চায় ঢাকায়।

সর্বশেষ খবর