শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জুভেন্টাসে রোনালদোর প্রথম ট্রফি

ক্রীড়া ডেস্ক

জুভেন্টাসে রোনালদোর প্রথম ট্রফি

ইতালিতে এসে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক গোল করে জুভেন্টাসকে নিয়ে ছুটে চলেছেন তিনি। এবার প্রথম কোনো ট্রফি জিতলেন ওল্ড লেডিদের জার্সিতে। পর্তুগিজ তারকার গোলে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলল ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির দল।

গত মৌসুমে কোপা ইতালিয়া এবং সিরি এ দুইটাই জিতেছিল জুভেন্টাস। তবে কোপা ইতালিয়ান রানার্সআপ হিসেবে এসি মিলান ইতালিয়ান সুপারকাপ খেলার সুযোগ পায়। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত বুধবার রাতে ১-০ গোলে জেতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। জুভেন্টাসের পক্ষে জয়সূচক গোলটি ম্যাচের ৬১তম মিনিটে করেন রোনালদো। নতুন ঠিকানায় এসে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ২৬ ম্যাচে ১৬ গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ৭৪তম মিনিটে বড় ধাক্কা খায় প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। এমরে কানকে ফাউল করে লাল কার্ড দেখেন মিডফিল্ডার কেসিয়ে। একজন কম নিয়ে বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি এসি মিলান।

২০১৬ সালের ইতালিয়ান সুপারকাপে মিলানের কাছেই টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল জুভেন্টাস।  সে ব্যর্থতা ঘুচিয়ে অষ্টমবারের মতো ট্রফিটা জিতে নেয় তারা। ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান  পেছনে পড়ে রইল।

সর্বশেষ খবর