শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সুপার ওভারে লোকালদের দেখতে চান রোডস

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

সুপার ওভারে লোকালদের দেখতে চান রোডস

জাতীয় দলের এখন খেলা নেই। অফুরন্ত সময়। তাই জাতীয় দলের কোচ স্টিভ রোডস সিলেটে এসে বিপিএল দেখছেন এবং চুলচেরা বিশ্লেষণ করছেন ক্রিকেটারদের পারফরম্যান্স। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বসে খেলা দেখতে দেখতে টাইগার কোচের মনে হয়েছে, নিউজিল্যান্ড সিরিজের জন্য বিপিএল আদর্শ কোনো প্রস্তুতি মঞ্চ নয়। শুধু তাই নয়, হতাশ হয়েছেন সুপার ওভারে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং করতে না দেখে। বিপিএলে স্থানীয়দের পারফরম্যান্সে সন্তুষ্ট রোডস। তবে হতাশ সুপার ওভারে তাদের কোনো অংশগ্রহণ না থাকায়। আগামী টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে বিপিএলে সুপার ওভারে কিছু পরিবর্তন চান রোডস, ‘সুপার ওভারে স্থানীয় ব্যাটসম্যান ও বোলারদের দেখতে চাই। এসব মুহূর্তে ব্যাটিং ও বোলিং করলে চাপ সামলানোর দক্ষতা বৃদ্ধি পাবে ক্রিকেটারদের। আগামী টি-২০ বিশ^কাপকে সামনে রেখে আগামী টুর্নামেন্টে সুপার ওভারের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা উচিত।’ বিপিএল শেষ হওয়ার আগেই ক্রিকেটারদের নিউজিল্যান্ড সিরিজের মানসিক প্রস্তুতি নিতে হবে। ওয়ানডে ক্রিকেটাররা সময় না পেলেও টেস্ট ক্রিকেটাররা কিছুটা সময় পাবেন। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হবে। আয়ারল্যান্ড সফরের আগে ঘরের মাটিতে সপ্তাহখানেকের প্রস্তুতি নেবে ক্রিকেট দল। এরপর ঢাকা ছাড়বে। স্টিভ রোডস দায়িত্ব নিয়েই মানসিকতায় পরিবর্তন আনছেন ক্রিকেটারদের। বন্ধুর মতো মিশে আদায় করে নিচ্ছেন সেরাটা। তার আলাদা ঘরানার কোচিং দর্শনে বীরদর্পেই সামনে এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট। হয়তো বিশ^কাপে স্বপ্নের মতো পারফরম্যান্স দেখিয়ে দেবে ক্রিকেট বিশ্বকে। সেই স্বপ্ন নিয়েই তিনি নতুন দর্শনে কোচিং করাচ্ছেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমদের।

সর্বশেষ খবর