শিরোনাম
সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফেদেরার বিদায়

ক্রীড়া ডেস্ক

ফেদেরার বিদায়

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রজার ফেদেরার। ওটাই ছিল তার শেষ গ্র্যান্ডস্লাম জয়। এরপর আর কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালটাই খেলতে পারেননি তিনি। ২০১৭ সালেও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ফেদেরার। তবে এবার চতুর্থ রাউন্ড খেলেই বিদায় নিতে হলো তাকে। এক অখ্যাত গ্রিক তরুণের কাছে হেরে গেলেন ২০টি গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। অস্ট্রেয়িলান ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন পুরুষ এককের দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তিনি চতুর্থ রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস বারডিচকে ৬-০, ৬-১, ৭-৬ গেমে হারিয়েছেন। নাদাল জিতলেও বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই সুইস তারকা রজার ফেদেরার। গতকাল চতুর্থ রাউন্ডে তাকে হারিয়ে ইতিহাস গড়েছেন গ্রিক তরুণ স্টেফানোস সিসিপাস। এই প্রথম কোনো গ্রিক গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল। ফেদেরারকে ৬-৭ (১১/১৩), ৭-৬ (৭/৩), ৭-৫, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন সিসিপাস। শেষ আটের লড়াইয়ে এই গ্রিক তরুণ মুখোমুখি হবেন স্পেনের রবার্তো বাতিস্তার। অন্যদিকে রাফায়েল নাদাল শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সেস টিয়াফোর। এদিকে মেয়েদের এককে চতুর্থ রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

 তিনি যুক্তরাষ্ট্রের আমান্ডাকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন চতুর্থ রাউন্ডে। পেত্রা কেভিতোভা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টির। চতুর্থ রাউন্ড খেলেই বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভা। অস্ট্রেলিয়ার বার্টি ৪-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন রুশ সুন্দরীকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর