শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জকোভিচ-নাদাল ফাইনাল

ক্রীড়া ডেস্ক

জকোভিচ-নাদাল ফাইনাল

ইতিহাস লেখা হয়নি স্টেফানোস সিৎসিফাসের। স্বপ্ন পূরণ করতে পারলেন না ‘ফ্রেঞ্চম্যান’ লুকা পুইয়া। গ্রিক টেনিস তারকা স্টেফানোসকে ইতিহাস লিখতে দেননি বিশ্বের ২ নম্বর তারকা স্পেনের রাফায়েল নাদাল। ফ্রেঞ্চম্যানের স্বপ্নকে ইয়ারা নদীতে ভাসিয়ে দিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা সার্বিয়ার নোভাক জকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেই ইতিহাস লেখার সঙ্গে স্বপ্ন পূরণও হতো দুই নবীনের। কিন্তু দুজনকেই ভগ্নমনোরথে বাড়ি পাঠিয়েছেন বিশ্বের দুই শীর্ষ তারকা। আগের দিন নাদাল মাত্র ৪৬ মিনিটে ক্যারিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্লাম ওপেনের শিরোপা জিততে ফাইনালে জায়গা করে নিয়েছেন। গতকাল ১ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে ফাইনাল নিশ্চিত করেছেন জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে ১৪ গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচ দাঁড়াতেই দেননি ফ্রেঞ্চ টেনিস তারকা লুকা পুইয়াকে। ৬-০, ৬-২ ও ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন জকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি হবেন ৩২ বছর বয়স্ক রাফায়েল নাদাল এবং ৩১ বছর বয়স্ক নোভাক জকোভিচ। আজ রড রেভার অ্যারিনাতে মহিলাদের ফাইনালে শিরোপা জিততে লড়বেন চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভা ও জাপানের নাওমি ওসাকা। মহিলা দ্বৈতের শিরোপা জিতেছেন স্যাম স্টোসুর ও ঝ্যাং শুয়াই। ফাইনালে অবাছাই স্টোসুর-ঝ্যাং জুটি ৬-৩ ও ৬-৪ গেমে হারিয়েছেন তিমিয়া বাবোস ও ক্রিস্টিনা ম্লাদেনোভিচকে। স্টোসুরের এটা তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি এবং ঝ্যাংয়ের প্রথম।   

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর