বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিলেটকে বিদায় করে টিকে রইল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

সিলেটকে বিদায় করে টিকে রইল রাজশাহী

বিপিএল সিক্সে সুতোর উপর ঝুলছে রাজশাহী কিংসের ভাগ্য। গতকাল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে ৫ উইকেটে হারিয়েছেন মেহেদী হাসান মিরাজরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ১২ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৯০ রান করে জয় তুলে নেয় রাজশাহী। এ জয়ে ১২ পয়েন্ট নিয়ে চারে উঠে এল তারা। তবে ঢাকা পরের দুই ম্যাচে কুমিল্লা ও খুলনার বিপক্ষে জিতলে রাজশাহীর স্বপ্ন শেষ হয়ে যাবে। ঢাকা ১০ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিকোলাস পুরানের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। পুরান মাত্র ৩১ বলে ৬ ছক্কা ও ৬ চারে প্রায় আড়াইশ স্ট্রাইকরেটে ৭৬ রান সংগ্রহ করেন। এছাড়াও সিলেট সিক্সার্সের পক্ষে সাব্বির ৪৫ এবং আফিফ ২৯ রান করেন। রাজশাহী কিংসের পক্ষে ২টি উইকেট শিকার করেন কামরুল ইসলাম। জবাব দিতে নেমে লরি ইভানস একাই ৩৬ বলে ৭৬ রান সংগ্রহ করে রাজশাহীকে জয়ের পথে তুলে দেন। তিনি ২টি ছক্কা এবং ১০টি চার হাঁকান। এছাড়াও রায়ান ৪২ এবং জনসন চার্লস ৩৯ রান করেন।

শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ান (৮) এবং সৌম্য সরকার (২)। সিলেটের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন অলক কাপালি ও সোহাইল তানভীর। এছাড়াও একটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এই নিয়ে বিপিএল সিক্সে তার শিকার ২১ উইকেট।

 

সর্বশেষ খবর