শিরোনাম
শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফুটবলে এশিয়াসেরা কাতার

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে এশিয়াসেরা কাতার

ইতিহাসটা লিখেই ফেলল কাতার। জাপানকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মতো দেশটি চ্যাম্পিয়ন হলো। আবুধাবির স্পোর্টস সিটি স্টেডিয়ামে ফাইনালে ফেভারিট হয়ে নেমেছিল এশিয়ার ব্রাজিল বলে খ্যাত জাপান। এর আগে তাদের চারবার শিরোপা জয়ের রেকর্ড ছিল। অন্যদিকে কাতার কখনো কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরুতে পারেনি। সেই কাতার কিনা প্রথমবারের মতো ফাইনালে উঠে ইতিহাস গড়ল। ২০২২ সালে তাদের দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।

স্বাগতিক দল হিসেবে কাতার সরাসরি স্বপ্নের বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। এশিয়াসেরা হওয়াতে কাতার নিজ দেশে বিশ্বকাপ খেলবে উজ্জীবিত হয়ে। কাতার বলেই বাংলাদেশের প্রসঙ্গটি এসে পড়ে। গত এশিয়ান গেমসে এই কাতারকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছিল। সেই কাতারই কিনা এখন এশিয়াসেরা।

ফাইনালে পাত্তাই দেয়নি কাতার। ১২ মিনিটেই  আল মোয়েস আলির গোলে কাতার এগিয়ে যায়। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবদেল আজিজ হাতেম। ৬৯ মিনিটে জাপানের তাকুসি সিনাসিনো ব্যবধান কমান। এবারের আসরের এটিই একমাত্র গোল হজম কাতারের। ৮১ মিনিটে পেনাল্টি থেকে আকরাম আফিফ গোল করে কাতারের বিজয় নিশ্চিত করেন।

 ফিফা সভাপতি ইন ফ্যান্টিনো ট্রফি তুলে দেওয়ার পর কাতারের ফুটবলাররা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর