রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

খুলনাকে হারিয়ে শীর্ষ চারে ঢাকা

ক্রীড়া প্রতিবেদক

জিততেই হতো ঢাকা ডায়নামাইটসকে। বিপিএলের শীর্ষ চারে জায়গা করে নিতে খুলনা টাইটানসকে হারানোর বিকল্প ছিল না সাকিব আল হাসানের ঢাকার। হেরে গেলে এলিমিনেটর পর্বে ৪ নম্বর দল হিসেবে খেলার সুযোগ পেত রাজশাহী কিংস। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়ে কাজের কাজটি সেরে নেয় ঢাকা। ১২ ম্যাচে ৬ নম্বর জয় নিয়ে সবার শেষে এলিমিনেটর পর্বে নাম লেখান সাকিবরা। যদিও ঢাকা ও রাজশাহীর পয়েন্ট সমান ১২। কিন্তু রান রেটে রাজশাহীকে পেছনে ফেলেছেন সাকিব, উপল থারাঙ্গারা। আগামীকাল এলিমিনেটর পর্বে ঢাকা মুখোমুখি হবে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংসের। জয়ী দল বুধবার লড়াই করবে ফাইনালে উঠতে। দিনের দ্বিতীয় ম্যাচে কোয়ালিফাইয়ার্স ম্যাচে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল ৮ ফেব্রুয়ারি শুক্রবার ফাইনাল খেলবে। পরাজিত দল বুধবার দ্বিতীয় কোয়ালিফাইয়ার্সে মুখোমুখি হবে এলিমিনেটর পর্বের জয়ী দলের। গতকাল সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করে। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন রুবেল ও সাকিব। ১২৪ রানের টার্গেটে খেলতে নেমে লঙ্কান ওপেনার থারাঙ্গার ৩০ বলে ৪২ রানে ভর করে জয় তুলে নেয় ৩১ বল হাতে রেখে।

সর্বশেষ খবর