সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কাতারের বিস্ময় তরুণ আলমোয়েজ

রাশেদুর রহমান

কাতারের বিস্ময় তরুণ আলমোয়েজ

আলমোয়েজ আলি। পাঁচ ফুট এগার ইঞ্চি উচ্চতার ২২ বছরের এক তরুণ। সাত বছর বয়সে যিনি একজন হতদরিদ্র শিশু হিসেবে সুদানের খার্তুম থেকে পাড়ি জমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ কাতারে। অবশ্য এখানে কোনো দয়া-দাক্ষিণ্যের ব্যাপার ছিল না। আলমোয়েজের মধ্যে সে সময়ই ভবিষ্যৎ ফুটবল তারকার সন্ধান পেয়েছিল আল-মেসাইমির ক্লাব। শিশু আলমোয়েজ যোগ দেন অ্যাসপায়ার একাডেমিতে। সেখান থেকে বেলজিয়াম এবং স্পেন হয়ে তিনি ফিরে আসেন কাতারে (আল দুহাইল ক্লাবে)। স্পেনে তিনি খেলেছেন তৃতীয় বিভাগ ফুটবলের ক্লাব কালচারাল লিওনেসাতে। মাঝে মধ্যেই যে ক্লাব কোপা দেল রে কাপে বড় ক্লাবগুলোর মাথাব্যথার কারণ হয়ে উঠে। আলমোয়েজ প্রথম কাতারি ফুটবলার হিসেবে স্পেনের মাটিতে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। ছোট্ট শিশুটি ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে লাগলেন। গত বছর এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোল (৬টি) করে গোল্ডেন বুট জিতেন। মাত্র এক বছরের ব্যবধানে একই কৃতিত্ব  দেখালেন তিনি এএফসি এশিয়ান কাপেও। কেবল তাই নয়, ভেঙে দিলেন ইরানি ফুটবলার আলি দায়ীর ২৩ বছর পুরনো রেকর্ড। এশিয়ান কাপের এক টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছিলেন আলি দায়ী। এবার আলমোয়েজ আলি করলেন ৯ গোল। একের পর এক রেকর্ড করেই চলেছেন তিনি। লক্ষ্য এবার কোপা আমেরিকা জয় এবং ইউরোপিয়ান ক্লাবে পাড়ি দেওয়া।

আগামী জুনে কোপা আমেরিকায় আর্জেন্টিনার গ্রুপে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে কাতার। এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর নিজেদেরকে কোপা আমেরিকার যোগ্য বলেই প্রমাণ করেছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটি। আলমোয়েজ বলেন, ‘এবার আমরা ব্রাজিলে অনুষ্ঠেয় কোপা আমেরিকার জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলব।’ তবে সবকিছুই কাতারে এখন ২০২২ বিশ্বকাপ উপলক্ষে চলছে। নিজেদের মাটিতে বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে চায় মধ্যপ্রাচ্যের দেশটি। আলমোয়েজের দিকে এরই মধ্যে ইউরোপের আহ্বান আসতে শুরু করেছে। তিনি আগামী কয়েক মাসের মধ্যে যে কোনো ইউরোপিয়ান ক্লাবের ডাকে সাড়া দিতেও পারেন। সেক্ষেত্রে আলমোয়েজ হয়ত নিজেকে আরও পরিণত করে গড়ে তুলতে পারবেন ২০২২ বিশ্বকাপের আগেই!

সর্বশেষ খবর