সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ঘরের মাঠে শেখ রাসেলের প্রতিপক্ষ মোহামেডান

সিলেট প্রতিনিধি

আবারও ফুটবল উন্মাদনায় মেতে উঠবে সিলেট। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে জনপ্রিয় শেখ রাসেল ক্রীড়াচক্র হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সিলেটকে। আজই তারা ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। ২০১২-১৩ মৌসুমে লিগ জয়ের পর শেখ রাসেল শিরোপা উদ্ধার করতে পারেনি। এবার সেই লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে। ফেডারেশন কাপে সেমি ও স্বাধীনতা কাপে ফাইনাল খেলেছে তারা। লিগে জয়ের রাস্তাতে আছে। প্রথম ম্যাচে আরামবাগ ও দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করেছে। জয়ের রাস্তায় হাঁটতে চায় তারা। অধিনায়ক আশরাফুল ইসলাম রানা সেই কথাই জানালেন, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সবাইকে সেরাটা দিতে হবে। তা না হলে দৌড়ে টিকে থাকা মুশকিল হবে।’

কোচ সাইফুল টিটু বলেন, আগের মতো শক্তিশালী না হলেও মনে রাখতে হবে দলটা মোহামেডান। এই ম্যাচের গুরুত্ব অনেক। জিততে হলে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। মোহামেডান এবার শুরুটা ভালোই করেছিল। টিম বিজেএমসিকে ২-১ গোলে হারিয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে আরামবাগের সামনে দাঁড়াতে পারেনি। ৪-১ গোলে বিধ্বস্ত হয়। পরের ম্যাচে হার মানে ব্রাদার্স ইউনিয়নের কাছে।

সর্বশেষ খবর