মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হকি তারকা মহসিনকে সহযোগিতার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়া প্রতিবেদক

দেশের খ্যাতনামা হকি খেলোয়াড় মো. মহসিন গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। নানা রোগে আক্রান্ত এই তারকা খেলোয়াড়ের চিকিৎসার ব্যয়ভার চালানো সম্ভব হচ্ছে না তার পরিবারের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরাপত্তারক্ষীও ছিলেন তিনি। বঙ্গবন্ধু তাকে খুব স্নেহ করতেন।

বাংলাদেশ মেডিকেল কলেজে থাকা অবস্থায় মহসিনের বড় ছেলে তাহসিন আহমেদ গালিব তার বাবার উন্নত চিকিৎসার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে সহযোগিতা চান। বাংলাদেশ প্রতিদিনে খবরটি দেখে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল হাসপাতালে অসুস্থ মহসিনকে দেখতে যান। তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। গালিব গতকাল রাতে টেলিফোনে জানান, প্রতিমন্ত্রী তার বাবার সঙ্গে বঙ্গবন্ধুর ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। গালিব জানান, প্রতিমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন তার বাবার চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে। মহসিনের চিকিৎসার ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন।

সর্বশেষ খবর