বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মাদককে রংপুর রাইডার্সের না

ক্রীড়া প্রতিবেদক

মাদককে রংপুর রাইডার্সের না

ক্রিকেটের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ও অংশ নিচ্ছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। কয়েক দিন আগেই মাশরাফি-গেইলরা ক্যান্সারে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশ ক্যান্সার এইড ফাউন্ডেশনের সহযোগিতায় রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে এক র‌্যালি ও সিক্স-এ-সাইড টুর্নামেন্টের আয়োজন করেছিল উত্তরাঞ্চলের দলটি। এবার মাদকের বিরুদ্ধে প্রচারণায় অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। প্রচারণার অংশ হিসেবে গতকাল  ফ্রেঞ্চাইজি দলটি ‘মাদককে না বলুন’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়েছে। সেমিনারটির আয়োজন করেছিল ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড।  সেমিনারে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি, ওপেনার ক্রিস গেইল ও দলের ইংলিশ তারকা অলরাউন্ডার বেনি হাওয়েল। সেমিনারে স্কুলের শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন কোচ টম মুডি। তিনি বলেন, মাদক শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা নিয়ে পুরো বিশ্ব আতঙ্কিত। ছোটবেলা থেকেই একটি সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা উচিত। খেলাধুলায় অংশ নেওয়া উচিত।

 ক্রিকেট, ফুটবলের মতো  খেলাধুলার চর্চা স্কুল জীবন থেকেই গড়ে তুলতে হবে।

 জীবনের লক্ষ্যটাকে অর্জনের জন্য চেষ্টা করতে হবে। মাদক থেকে মুক্তি মিলবে।

টি-২০ সম্রাট ক্রিস গেইল বলেন, এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। মাদক একটি জীবন নষ্ট করে দেয়। তোমরা যারা স্কুলে পড় তারা এটা  থেকে দূরে থাকবে। তবেই জীবনে সাফল্য পাবে।

সর্বশেষ খবর