বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ জামাল-আরামবাগ মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামাল-আরামবাগ মুখোমুখি

টানা তিন ম্যাচে ৮ পয়েন্ট নষ্ট করার পর ফেবারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাব জয়ের মুখ দেখেছে। নোয়াখালীতে টিম বিজেএমসিকে হারিয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবার পুরো পয়েন্ট সংগ্রহ করেছে শিরোপা প্রত্যাশী দলটি। আজ নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি হচ্ছে শেখ জামাল। প্রতিপক্ষ মতিঝিলের আরামবাগ ক্রীড়া সংঘ। শক্তির বিচারে বর্তমান রানার্সআপ দলটি ফেবারিট হলেও প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েই মাঠে নামবে। এছাড়া উপায়ও নেই।

আরামবাগ তারকানির্ভর দল নয়। শিরোপা লড়াইয়ে থাকার কথা নয়। অথচ এবার তারা যে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করছে তাতে কি ঘটিয়ে ফেলে বলা মুশকিল। শেখ রাসেলের কাছে উদ্বোধনী ম্যাচে হারলেও টানা তিন ম্যাচে বিজয় নিশানা উড়িয়েছে আরামবাগ। তাও আবার মোহামেডান, সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর মতো শক্তিশালী দলের বিপক্ষে।

আরামবাগের বিপক্ষে জিততে হলে শেখ জামালকে অলআউট ফুটবল খেলতে হবে। কোচ জোসেফ আফুসি সেই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামাবেন শিষ্যদের। অন্যদিকে কোচ মারুফুলও কৌশল ঠিক করে দেবেন তার খেলোয়াড়দের। বসুন্ধরা কিংস ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে থাকলেও এক ম্যাচ বেশি খেলে শেখ রাসেলের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আরামবাগ। সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বিকাল ৩টায় একই ভেন্যুতে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লড়বে টিম বিজেএমসির বিপক্ষে।

পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচ দল

দল       খেলা    জয়      ড্র         হার       গোল পয়েন্ট

বসুন্ধরা কিংস   ৩         ৩         ০          ০          ৬/০     ৯

শেখ রাসেল      ৩         ৩         ০          ০          ৭/২      ৯

আরামবাগ        ৪          ৩         ০          ১          ৭/২      ৯

ঢাকা আবাহনী  ৪          ৩         ০          ১          ৯/৫     ৯

সাইফ স্পোর্টিং ৪          ৩         ০          ১          ৫/৩     ৯

সর্বশেষ খবর