শিরোনাম
শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আত্মঘাতী গোলে শেখ রাসেলের ড্র

ক্রীড়া প্রতিবেদক

আত্মঘাতী গোলে শেখ রাসেলের ড্র

ময়মনসিংহ স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে শেখ রাসেল ও সাইফের ফুটবলাররা -বাংলাদেশ প্রতিদিন

দুর্ভাগ্য একেই বলে! টানা চতুর্থ জয়োৎসব পালন করতে যখন প্রস্তুতি নিচ্ছিল শেখ রাসেল, তখনই মাথায় বাজ পড়ার মতো আত্মঘাতী গোল খেয়ে বসে দলটি। ওই গোলেই শেষ পর্যন্ত ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে। ভাগ্য সহায়তায় ময়মনসিংহ শহীদ রফিকউদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবলের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় চট্টগ্রাম আবাহনী। সাইফের সঙ্গে ড্রয়ে শেখ রাসেলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। এক ম্যাচ বেশি খেলে সাইফের পয়েন্টও ১০। রোমাঞ্চকর জয়ের পরও চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৫ ম্যাচে ৮। হেরেও গোপীবাগের দল ব্রাদার্সের পয়েন্ট ৮।  

ময়মনসিংহে চার নম্বর ম্যাচ খেলতে নামে শেখ রাসেল। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলেছে শেখ রাসেল। ওই সময়ে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা। ম্যাচের ৩৪ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল ওডোয়ন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কোনো মতে ঠেকিয়ে পার পান সাইফের গোলরক্ষক জিয়া। আরও একটি সুযোগ নষ্ট করেন নাইজেরিয়ান স্ট্রাইগার ওডোকা এলিসন। গোলশূন্য প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে শেখ রাসেল গতিময় ফুটবল উপহার দেয়। ৭৩ মিনিটে বক্সের ভিতরে দাঁড়িয়ে থাকা রাফায়েল উদয়নকে বল দেন উজবেকিস্তানের সুপারস্টার আজিজভ আলিশের। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল উৎসবে মাততে পারেনি লিগের অন্যতম সেরা ক্লাবটি। তবে এর পাঁচ মিনিট পরই সাইফের রক্ষণদুর্গে হানা দেয় শেখ রাসেল। অ্যালেক্স রাফায়েলের নেওয়া কর্নার কিক থেকে হেড করে গোল উপহার দেন আজিজভ আলিশের। কিন্তু গোল শোধে মরিয়া জামাল ভুইয়ারা বেশিক্ষণ সময় নেননি। ৮৩ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ছোট্র একটি পাস পায় কোরিয়ান স্ট্রাইকার পার্ক। লম্বা কিক বক্সের ভিতরে থেকে রিসিভ করেন ডেনিস বলশাকভের শট ইয়াসিনের পায়ে লেগে শেখ রাসেলের জালে ঠাঁই নেয় (১-১)। এরপর আর গোল পায়নি কোনো দলই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর পক্ষে গোল তিনটি করেন মামাদো বোহ, কৌশিক বড়ুয়া ও শফিকুল (আত্মঘাতি) এবং ব্রাদার্সের পক্ষে গোল দুটি করেন মান্নাফ রাব্বি ও লিমা।

সর্বশেষ খবর