শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রোহিতের রেকর্ডে সমতায় ভারত

ক্রীড়া প্রতিবেদক

রোহিতের রেকর্ডে সমতায় ভারত

আগের ম্যাচের হারটি ছিল লজ্জাজনক। নিজেদের টি-২০ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় হারটি হেরেছিল ভারত। সেই ধাক্কা সামলে এবার সমতায় ফিরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজ জিততে অপেক্ষায় থাকতে হবে আগামীকাল। প্রথম ম্যাচটি স্বাগতিক নিউজিল্যান্ড জিতেছিল ৮০ রানে। গতকাল সমতা ফেরানো ম্যাচটি ভারত জিতেছে ৭ উইকেটে। ম্যাচটি আবার রোহিত শর্মার রেকর্ডে ঠাসা। প্রথম ভারতীয় হিসেবে ছক্কার সেঞ্চুরি করা রোহিত এখন টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে। অকল্যান্ডের ইডেন পার্কে কাল সমতা ফেরানো ম্যাচে রোহিত খেলেছেন ৫০ রানের ইনিংস। যাতে ছিল ৪টি ছক্কা। ভারপ্রাপ্ত ভারতীয় অধিনায়কের ছক্কার সংখ্যা এখন ১০২টি। তার চেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেইল ১০৩ ও মার্টিন গাপটিল ১০৩টি। ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলে ম্যাচ জেতানোর নায়ক রোহিতের রান এখন ২২৮৮। তার পেছনে থাকা গাপটিলের রান ২২৭২। ইডেন পার্কে প্রথমে ব্যাট করে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ২০ ওভারে ১৫৮। তবে শুরুটা ভালো হয়নি। আগের ম্যাচের সেরা ক্রিকেটার টিম সাইফার্ট ফিরে যান শুরুতেই। সেই ধাক্কা সামলে নেওয়ার আগেই ৮ ওভারে ৪ উইকেটে ৫০ রান তুলে ধুঁকতে থাকে স্বাগতিকরা। বিপর্যয় থেকে হাল ধরেন কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেলর। এর মধ্যে ভারতীয বোলারদের প্রতিরোধ করে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে গ্র্যান্ডহোম ৫০ রান করেন ২৮ বলে ৪ ছক্কায়। অভিজ্ঞ টেলর ৪২ রান করেন ৩৬ বলে। দুজনের দৃঢ়তায় নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮। সফরকারী ভারতের পক্ষে ক্রুনাল পান্ডে ২৮ রানের খরচে নেন ৩ উইকেট। খলিল আহমেদ নেন ২টি এবং একটি করে উইকেট নেন ভুবনেশ্বর ও হার্দিক পান্ডিয়া। টার্গেট ১৫৯। সাত বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় সমতায় ফিরে ভারত।

সর্বশেষ খবর