শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অ্যাটলেটিকোর অতিথি রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

অ্যাটলেটিকোর অতিথি রিয়াল মাদ্রিদ

মাদ্রিদের ঘরোয়া লড়াইয়ে আজ অন্যরকম আবহ থাকবে। রিয়াল মাদ্রিদ লড়াইয়ে নামবে সাবেক অ্যাটলেটিকো তারকা নিয়ে। অ্যাটলেটিকো মাদ্রিদেও থাকবে সাবেক রিয়াল তারকা। স্প্যানিশ তারকা আলভারো মোরাতা রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসি হয়ে নাম লিখিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। অন্যদিকে বেলজিয়ান গোলরক্ষক থিবোট কর্টয়েস অ্যাটলেটিকো ছেড়ে চেলসি হয়ে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদে। আজ দুই সাবেক সতীর্থ পরস্পরের প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবেন। বছরের প্রথম মাদ্রিদ ডাব্রি খেলতে রিয়াল মাদ্রিদ যাচ্ছে অ্যাটলেটিকোর হোম গ্রাউন্ড ওয়ান্ডা মেট্রোপলিটানোতে। মাদ্রিদ ডার্বি গত কয়েক মৌসুমে সাধারণত ড্রতেই শেষ হচ্ছে। গত ছয় ম্যাচে রিয়ালের জয় একটি (৩-০)। বাকি পাঁচটিতেই ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। দুই দলেরই কেমন যেন গা বাঁচানো মানসিকতা থাকে ডার্বিতে। কিন্তু আজকের মাদ্রিদ ডার্বি ভিন্ন আবহেই হবে।

লা লিগায় চলতি মৌসুমে শুরুর দিকে পথ হারালেও সান্তিয়াগো সোলারির অধীনে রিয়াল মাদ্রিদ শিরোপা রেসে যোগ দিয়েছে। শীর্ষ চারের বাইরে থাকা রিয়াল মাদ্রিদের সামনে এখন দুইয়ে ওঠার লড়াই। আজ জিতলেই অ্যাটলেটিকোকে টপকে দুইয়ে উঠে যাবে লস ব্ল্যাঙ্কোসরা। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লা লিগায় দুইয়ে আছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। লা লিগার শিরোপার লড়াইটা জমিয়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকদিন আগে বার্সা কোচ ভালভার্দে বলেছিলেন, লা লিগায় রিয়াল মাদ্রিদই বার্সেলোনার প্রধান প্রতিপক্ষ। আজ রিয়াল মাদ্রিদ জিতলেই ভালভার্দের কথা অনেকটা সত্য প্রমাণ হবে।

মাদ্রিদ ডার্বি ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অ্যাটলেটিকো সমর্থকরা ওয়ান্ডা মেট্রোপলিটানোতে থিবোট কর্টয়েসের জন্য ওত পেতে অপেক্ষায় আছে। তাকে দুয়োধ্বনি দিতে বদ্ধপরিকর তারা। তা ছাড়া রিয়াল সমর্থকরাও আলভারো মোরাতাকে ছেড়ে কথা বলবে না। উত্তেজনাপূর্ণ একটা মাদ্রিদ ডার্বিই হতে যাচ্ছে আজ।

সর্বশেষ খবর