রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

তারকাদের রঙিন সন্ধ্যা

বাংলাদেশ প্রতিদিন রয়েল টাইগার বিশ্বকাপ ফুটবল কুইজের পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

তারকাদের রঙিন সন্ধ্যা

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (হল-২ পুষ্পগুচ্ছ) জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার বিশ্বকাপ ফুটবল কুইজে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার -রোহেত রাজীব

বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার বিশ্বকাপ ফুটবল-২০১৮ কুইজের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল গত সন্ধ্যায়। এ যেন এক অন্যরকম আয়োজন। দেশের ফুটবল মাঠে রাজত্ব করা বর্তমান ও সাবেক তারকা ফুটবলারদের মিলনমেলায় পরিণত হয় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার পুষ্পগুচ্ছ হল। দেশি ফুটবলার ছাড়াও উপস্থিত হন বেশ কয়েকজন বিদেশি ফুটবল তারকাও। অনুষ্ঠানটি মনোজ্ঞ করতে ছিল সংগীতানুষ্ঠান ও নৈশভোজ। এদিনই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকিট, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন সেটসহ বিভিন্ন পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সিনিয়র সচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানির পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) খায়রুল আনাম, স্বাধীন বাংলা ফুটবল দলের সহ-অধিনায়ক প্রতাপ শংকর হাজরা, জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, জাতীয় দলের সাবেক ফুটবলার আবদুল গাফ্ফার, জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক, জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী জসিম উদ্দিন জোসি, শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু, জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়া চক্রের ব্রাজিলিয়ান ফুটবলার অ্যালেক্স রাফায়েল, উজবেকিস্তানের ফুটবলার আলিশার আজিজভ এবং নাইজেরিয়ান ফুটবলার অ্যালিসন ও রাফায়েল উদোরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের সুরের মূর্ছনায় মন্ত্রমুগ্ধ করেন এস আই টুটুল ও দিনাত জাহান মুন্নী। অতিথিরা এমন আয়োজনের জন্য বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাংলাদেশ প্রতিদিন ও বসুন্ধরা গ্রুপ যে অবদান রাখছে তা অনন্য। এটা অব্যাহত থাকলে এবং সারা দেশের মানুষের মধ্যে ফের ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে পারলে আবারও ফুটবল তার সোনালি অতীত নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আবারও গ্যালারিতে দর্শকের উপচে পড়া ভিড় দেখা যাবে। প্রধান অতিথির বক্তব্যে ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘একসময় ফুটবল খেলা দেখতে সবাই ছুটে যেত। গ্যালারিতে ভিড় উপচে পড়ত। এখন আর তা হয় না। কেন হয় না বের করা দরকার। বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত জনপ্রিয় পত্রিকা। কারণ পত্রিকাটির বিচরণ সব ক্ষেত্রে। মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রতিদিন ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ যেভাবে এগিয়ে এসেছে, এমনভাবে পাশে থাকলে সরকারের যে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন অত্যন্ত সহজ হয়ে যাবে।’ বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ‘রয়েল টাইগারকে আমরা সব সময়ই পাশে পাই। আশা করি, ভবিষ্যতেও তারা আমাদের সঙ্গে থাকবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিদিনে আমরা সব পাঠকের কথা বিবেচনা করে সংবাদ পরিবেশনের চেষ্টা করি। আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে দ্বিধা করি না। সব শ্রেণির পাঠকের ভালোবাসায় পত্রিকাটি আজ বাংলাদেশে সর্বাধিক পঠিত দৈনিকে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে প্রকাশিত হচ্ছে। সামনে মধ্যপ্রাচ্য থেকে বের করার ইচ্ছা রয়েছে।’

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, ‘আগে সারা দেশে ফুটবল উন্মাদনা ছিল। আজ গ্রামে ক্রিকেট দেখা যায়, ফুটবল দেখা যায় না। অবাক হওয়ার মতো বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ক্রীড়ামোদী মানুষ আগে কখনো দেখিনি। তিনি বাংলাদেশের ক্রিকেটাররা ছক্কা হাঁকালে হাতে তালি দেন। উঠে দাঁড়ান। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ প্রতিদিনও খেলাধুলার পাশে আছে, থাকবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএম অ্যান্ড হেড অব ডিপার্টমেন্ট মো. মাসুদুর রহমান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর