রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দলে ফিরলেন গাপটিল

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের ফাইনালে ১৪১ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তামিম ইকবাল। আঙ্গুলে চোট পান সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গতকাল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশের অবশিষ্ট স্কোয়াড নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে রেখে। সিরিজের জন্য গতকাল ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন ড্যাসিং ওপেনার মার্টিন গাপটিল। সিরিজের প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি নেপিয়ারে। বাকি দুটি যথাক্রমে ১৬ ও ২০ ফেব্রুয়ারি। অবশ্য আজ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেও ফিটনেস পরীক্ষা দিতে হবে গাপটিলকে। ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে আহত হয়ে মাঠের বাইরে চলে আসেন গাপটিল। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ব্ল্যাক ক্যপসদের নেতৃত্ব দিবেন কেন উইলিয়ামসন। তৃতীয়টিতে নেতৃত্ব দিবেন কলিন মুনরো। সুযোগ পাননি লেগ স্পিনার ইশ সোধি। তার জায়গায় নির্বাচকরা বেছে নিয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার টড অ্যাস্টলকে। ডগ ব্রেসওয়েলের বদলে সুযোগ পেয়েছেন জিমি নিশাম।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক, প্রথম ও দ্বিতীয় ওয়ানডে), টড অ্যাস্টল, ট্রেন্ট অ্যাস্টল, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো (অধিনায়ক, তৃতীয় ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর