সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

হার দিয়ে সফর শুরু টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

হার দিয়ে সফর শুরু টাইগারদের

মুশফিক ও মাহমুদুল্লার হাফ সেঞ্চুরিও ঠেকাতে পারেনি হার -ফাইলফটো

ঘরের মাটিতে প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ড বরাবরই শক্তিশালী। যদিও ভারতের বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে কেন উইলিয়ামসনের ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু প্রতিশোধ নিয়েছে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে। উইলিয়ামসন, রস পেরেরা, কলিন মুনরো, মার্টিন গাপটিলদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না মাশরাফিদের। তার ওপর নেই সাকিব এবং তাসকিন। সিরিজ যে সহজ হবে না, অখ্যাত নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ম্যাচই তার প্রমাণ। গতকাল প্রস্তুতি ম্যাচে হেরে গেছে টাইগাররা। স্বাগতিক দলের একমাত্র পরিচিত মুখ অধিনায়ক জিত রাভাল। যিনি নিউজিল্যান্ডের পক্ষে  খেলেছেন ১৬টি টেস্ট। সেই দলের বিপক্ষে রান করতে ব্যর্থ হন লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিথুনরা। লিংকনের বার্ট সাটক্লিফ ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ ওভারের মধ্যে ৩১ রানে ৪ উইকেট খুঁইয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। ড্রাইভ খেলে স্লিপে ক্যাচ দেন লিটন, শর্ট বলে পুল খেলে ক্যাচ দেন মুমিনুল হক, অফ স্ট্যাম্পের বাইরে আলতো ড্রাইভ খেলে কাভারে আউট হন সৌম্য। মিথুন ক্যাচ দেন স্লিপে। ৪ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে, তখনই হাল ধরে দ্ইু অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ। পঞ্চম উইকেট জুটিতে ১০৮ রান যোগ করে দলের বিপর্যয় রোধ করেন দুজনে। দলীয় ১৩৯ রানে সাজঘরে ফিরেন মুশফিক ব্যক্তিগত ৬২ বলে। ৬১ বলের ইনিংসটিতে ছক্কা না থাকলেও চার ছিল ৮টি। মাহমুদুল্লাহ একটু ধীরলয়ে ব্যাটিং করে ৭২ রানের ইনিংস খেলেন ৮৮ বলে ১০ চারে। মাশরাফির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ৭ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে সাব্বির ৪১ বলে ৪০ রান করলে ৪৬.১ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৭ রান। স্বাগতিকদের পক্ষে সেরা বোলার ইয়ান ম্যাকপিক ৩৮ রানে নেন ৪ উইকেট। ২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ১১৪ রানের জুটি গড়েন অধিনায়ক জিত রাভাল ও এন্ড্রু ফ্লেচার।   দলকে ২ উইকেটের ঘামঝরানো জয় দিতে রাভাল খেলেন ৬৩ বলে ৫২ রানের ইনিংস। সেঞ্চুরি করতে পারেননি ওপেনার ফ্লেচার। ১১২ বলে ৯২ রানের ইনিংসটিতে ছিল ৯টি চার। দুই ওপেনারের গড়া ভিতের উপর দাঁড়িয়ে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড একাদশ।

সর্বশেষ খবর