বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বুফনের অন্যরকম ফিফটি

ক্রীড়া ডেস্ক

বুফনের অন্যরকম ফিফটি

জিয়ানলুইগি বুফন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক। এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তিনি সবার সেরা কিনা এ নিয়ে বিস্তর মতপার্থক্য আছে। সে যাই হোক, নতুন এক উচ্চতায় নিজেকে তুলে এনেছেন বুফন। পিএসজির জার্সি গায়ে গত মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১২১ নম্বর ম্যাচটি খেললেন। এটা অবশ্য কোনো রেকর্ড নয়। সর্বোচ্চ ১৭৪ ম্যাচ খেলে রেকর্ডটা দখলে রেখেছেন স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। বুফন দ্বিতীয় গোলরক্ষক হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৫০ ম্যাচে গোলবার অক্ষত রেখেছেন। প্রতিপক্ষকে গোল করতে দেননি। অবশ্য এদিক থেকেও রেকর্ডটা ইকার ক্যাসিয়াসের। তিনি চ্যাম্পিয়ন্স লিগে ৫৭ ম্যাচে গোলবার অক্ষত রেখেছেন। বদলি হিসেবে মাঠে নামা ম্যাচগুলো ধরলে ক্যাসিয়াসের ক্লিনশিট দাঁড়ায় ৫৯টি এবং বুফনের ৫৩টি। ক্যাসিয়াস এবং বুফনের মাঝখানে আছেন এডউইন ফন ডার সার। তিনি আয়াক্স, জুভেন্টাস ও ম্যানইউর জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে ৫১ ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোল করতে দেননি। এদের পরই তালিকায় আছেন পিওতর চেক। স্পার্টা, চেলসি এবং আর্সেনালের জার্সিতে তিনি চ্যাম্পিয়ন্স লিগে ৪৯ ম্যাচে গোলবার অক্ষত রেখেছেন। এ ছাড়াও বার্সেলোনার সাবেক গোলরক্ষক ভিক্টর ভালদেজ

৪৫টি ম্যাচে গোলবার অক্ষত রেখেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর