বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নাটোর বিভাগীয় ফুটবল বাছাই

নাটোর প্রতিনিধি

তৃণমূল পর্যায়ে ফুটবলারের সন্ধানে নাটোরে রাজশাহী বিভাগের অনূর্ধ্ব-২০ ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল নাটোর শংকর গোবিন্দ চৌধুরী আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী বিভাগের আট জেলার খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার রুহুল আমিন, উপমহাসচিব আশিকুর রহমান মিকুসহ অন্য কর্মকর্তারা। শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আগে বাছাইকৃত রাজশাহী বিভাগের আট জেলার ১০ জন করে মোট ৮০ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৩০ জনকে বাছাই করা হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নাটোরে এক মাসের আবাসিক ক্যাম্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পরে আন্তবিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে কৃতী ফুটবলার খুঁজে বের করা হবে। এর আগে শংকর গোবিন্দ চৌধুরী আধুনিক স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর