শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

স্টেইনের তোপে বিধ্বস্ত শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

সফরকারী শ্রীলঙ্কান পেসারদের পাল্টা জবাব দিলেন স্বাগতিক প্রোটিয়াস পেসাররা। ডারবান টেস্টের প্রথমদিন নায়ক ছিলেন তিনজন। দুই লঙ্কান পেসার ফার্নান্দো ও রাজিথার পাশাপাশি দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক ব্যাটসম্যান নাথান ডি কক। দুই সফরকারী পেসারের বোলিং তোপে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। গুটিয়ে যান ২৩৫ রানে। দলের বিপর্যয়ে শুধুমাত্র বুকচিতিয়ে লড়াই করে ৮০ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন ডি কক। গতকাল তারই প্রতিশোধ নিলেন প্রোটিয়াস ফাস্ট বোলার ডেল স্টেইন। বিশ্বসেরা পেসারের বোলিং আগ্রাসনে ২শর কোটা পেরোনোর আগেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। স্কোরবোর্ডে ১৯১ রান লিখতে পেরেছে শুধু রুচিরা পেরেরার ৫১ রানের ইনিংসে ভর করে। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫১ রান তুলে এগিয়ে গেছে ৯৫ রানে। আগের দিনের ১ উইকেটে ৪৯ রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। কিন্তু স্টেইন, ফিল্যান্ডার ও কাগিসো রাবাদার সাঁড়াশি আক্রমণে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে আরও ১৪২ রান যোগ করে উইকেট হরায় বাকি ৯টি। দিনের শুরুতে তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন স্টেইন। ফার্নান্দোকে সাজঘরে ফিরিয়ে সেই যে শুরু, শেষটা হয় রান আউটের খড়গে পড়ে। এর মধ্যে ৫ নম্বরে ব্যাট করতে নেমে পেরেরা ৫১ রানের প্রত্যয়ী ইনিংস খেলেন মাত্র ৬৩ বলে। যাতে ছিল ৭টি চার ও একটি ছক্কা। ইনজ্যুরি থেকে এক বছর পর ফিরে দারুণ বোলিং করে স্টেইন নিয়েছেন ৪৮ রানের খরচে ৪ উইকেট। দুটি করে উইকেট নেন ফিল্যান্ডার ও রাবাদা।

সর্বশেষ খবর