শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আর্সেনালের হার, চেলসির জয়

ক্রীড়া ডেস্ক

আর্সেনালের হার, চেলসির জয়

ভ্যালেন্টাইন দিবসে ফুটবল লড়াইয়ে নেমেছিল ইউরোপের ২৪ ক্লাব। ইউরোপা লিগের সেরা ৩২-এর লড়াইয়ে ফেবারিট দলগুলোর জয়ের দিনে সমর্থকদের হতাশ করেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। বেলারুশের অপরিচিত ক্লাব বাতে বরিশভের কাছে হেরে গেছে ১-০ গোলে। আর্সেনালের হারের দিনে আরেক ইংলিশ জায়ান্ট চেলসি অবশ্য জয় নিয়ে মাঠ ছেড়েছে। অ্যাওয়ে ম্যাচে চেলসি ২-১ গোলে হারিয়েছে সুইডিস ক্লাব এফসি মালমোকে। সেরা ৩২-এর লড়াইয়ে জয় পেয়েছে ইন্টার মিলান, বেনফিকা, সেভিলা, ভ্যালেন্সিয়া। ড্র করেছে বায়ার্ন লেভারকুসেন, অলিম্পিয়াকোস, ডায়নাভো কিয়েভ, রিয়েল বেটিস, স্লাভিয়া প্রাগ, শাখতার ডোনেস্ক। বেলারুশের মাঠে খেলতে নামে আর্সেনাল। ফেবারিট হলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। উল্টো ইউরোপা লিগের দ্বিতীয় লেগে হেরে মাঠ ছেড়েছে ইংলিশ জায়ান্টরা। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখলেও আকাক্সিক্ষত গোলের দেখা পায়নি গানাররা। উল্টো প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খেয়ে বসে। এরপর চেষ্টা করেও স্বাগতিক বরিশোভের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাঁ প্রান্ত থেকে স্তাসিভিকের ফ্রি কিকে হেড করেন স্তানিস্লাভ দ্রাগুন। বলটি আর্সেনালের গোলরক্ষক পিওদর চেককে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে (১-০)। ওই গোলের পর উচ্ছ্বাসে ফেটে পরে স্বাগতিক ক্লাব বরিশোভ। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হওয়ার মানসিকতায় মালমোর মুখোমুখি হয় চেলসি। অলিভার জিরৌদ, বার্কলেরা গতিশীল ফুটবল খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে লা ব্লুজরা। ৩০ মিনিটে বার্কলের গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা দ্বিগুণ করেন ম্যাচসেরা জিরৌদ। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ক্লাবের ফরাসি স্ট্রাইকার জিরৌদ। ৮০ মিনিটে ব্যবধান ১-২ করেন মালমোর ক্রিশ্চিয়াসেন। ইতালিয়ান ক্লাব ল্যাঝিওকে ১-০ গোল হারায় স্পেনিশ ক্লাব সেভিলা বেন জাদ্দেরের একমাত্র গোলে। ডেনিস চেরিশভ ও সাবরিনোর গোলে ভ্যালেন্সিয়া ২-০ গোলে হারিয়েছে স্কটিশ ক্লাব সেলটিককে। অস্ট্রিয়ান ক্লাব র‌্যাপিড ভিয়েনার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

সর্বশেষ খবর