শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মুশফিকের ২০০তম ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের ২০০তম ওয়ানডে

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। হারলেই সিরিজ শেষ। জিতলে সৃষ্টি হবে নতুন ইতিহাস। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কখনো জিততে পারেনি বাংলাদেশ। আর এই ম্যাচটি হচ্ছে বাংলাদেশের ব্যাটিং নিউক্লিয়াস মুশফিকুর রহিমের ২০০তম ওয়ানডে ম্যাচ। মুশির মাইলফলকের এই ম্যাচে সতীর্থরাও চাচ্ছে জয় উপহার দিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে। ওয়ানডেতে মুশফিকের অভিষেক হয়েছিল ২০০৬ সালের ৬ আগস্ট হারাতেতে, জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে। এক যুগের এই ১৯৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মিস্টার ডিপেন্ডেবল করেছেন মোট ৫৩৫১ রান। গড় ৩৪.৭৪। ওয়ানডেতে মুশফিকের সেঞ্চুরি ৬টি, হাফ সেঞ্চুরি ৩২টি। ওয়ানডেতে তার সর্বোচ্চ স্কোর ১৪৪ রান। উইকেটের পেছনে দাঁড়িয়ে স্ট্যাম্পিং করেছেন ৪২টি। সব মিলে ক্যাচ নিয়েছেন ১৬৪টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর