শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পরাজয় এড়াতে লড়ছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

ডারবানের হার্ড ও বাউন্সি উইকেটের পুরোপুরি সুবিধা আদায় করে নিচ্ছেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বোলাররা। বিশেষ করে পেসারদের সাঁড়াশি আক্রমণে নাভিশ্বাস উঠেছে ব্যাটসম্যানদের। টেস্টের তিন দিন গড়িয়েছে। তিন ইনিংসও শেষ। চতুর্থ ইনিংসে ৩০৪ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী শ্রীলঙ্কা। দিন  শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। পিছিয়ে ২৫২ রানে। স্বাগতিকদের চাই ৭ উইকেট। প্রথম ইনিংসে স্বাগতিক প্রোটিয়াসদের সংগ্রহ ছিল ২৩৫। জবাবে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৯১। ৪৪ রানে এগিয়ে থেকে গতকাল তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাঁহাতি স্পিনার আমবুলদানিয়ার ঘূর্ণিতে ফাপ ডুপ্লেসিসের দল শেষ ৫ উইকেট হারায় মাত্র ৭ রানের ব্যবধানে। ২৫১ রানে ভারনন ফিল্যান্ডারের বিদায়ের পর ধারাবাহিকভাবে ২৫৫, ২৫৬, ২৫৬ ও ২৫৯ রানে শেষ ৪ উইকেট হারায়। অভিষেক টেস্ট খেলতে নেমেই আমবুলদানিয়ার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন মাত্র ৬৬ রানের খরচে। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ১ উইকেট।

সর্বশেষ খবর