রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাভার ৪র্থ বসুন্ধরা কাপ গলফের সমাপনী

ক্রীড়া ডেস্ক

সাভার ৪র্থ বসুন্ধরা কাপ গলফের সমাপনী

সাভার গলফ ক্লাবে গতকাল ৪র্থ বসুন্ধরা কাপ গলফের বিজয়ীদের সঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন অ্যান্ড এরিয়া কমান্ডার সাভার এরিয়া মে. জে. মো. আকবর হোসেন ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বিপিজিএর সভাপতি লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ (অব.) -বাংলাদেশ প্রতিদিন

সাভার গলফ ক্লাবে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে ৪র্থ বসুন্ধরা কাপ টুর্নামেন্ট ২০১৯-এর। গতকাল বিকালে বিজয়ীদের মধ্যে ৩ দিনব্যাপী এই টুর্নামেন্টটির পুরস্কার বিতরণ করা হয়। জুনিয়র উইনার-মাষ্টার নাবান কামরুল ইসলাম। লেডিস উইনার-মৌসুমী তারেক। সিনিয়র উইনার- ইব্রাহীম। সুপার সিনিয়র উইনার-ড. এমএস কবির। ভ্যাটার্ন উইনার-এমইএস চৌধুরী। চ্যাম্পিয়ন-ব্রিগেডিয়ার জেনারেল আশরাফ।

গতকাল ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল অফিসার কমান্ডিং ৯ পদাতিক ডিভিশন অ্যান্ড এরিয়া কমান্ডার সাভার এরিয়া মেজর  জেনারেল মো. আকবর হোসেন। এ সময় তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। গলফের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আমি বসুন্ধরা গ্রুপের সমৃদ্ধি ও উন্নতি কামনা করছি। আর যে সব পেশাদার গলফার প্রাইজমানি পায়নি তারা ভবিষ্যতে আরও ভালো খেলার লক্ষ্যে কঠোর অনুশীলন অব্যাহত রাখবে বলে আশা করি।’

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধারা গ্রুপের উপদেষ্টা ও বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এর সভাপতি  লে. কর্নেল খন্দকার আব্দুল ওয়াহেদ(অব.)।

সর্বশেষ খবর