মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অবশেষে পয়েন্ট পেল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

এক সময় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ফুটবলে পয়েন্ট হারাবে তা ভাবাই যেত না। এখন ঠিক উল্টো। সাদা-কালোরা ম্যাচ জিতে বের হওয়াটাই যেন বড় ঘটনা। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের জয়টা শুরু হয় জয় দিয়েই। এরপর জয় শব্দটা মোহামেডানের অভিধান থেকে উধাও। আরামবাগের কাছে পরবর্তী ম্যাচে রীতিমতো বিধ্বস্ত। ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ও সাইফের কাছেও হার। টানা চার ম্যাচে পয়েন্ট থেকে বঞ্চিত ঐতিহ্যবাহী দলটি।

মোহামেডানের মতো বিখ্যাত দলের এমন করুণ হাল ভাবাই যায় না। ৮০ দশকে ১০ বছরে পরিসংখ্যান ঘাটলে দেখা যায় মোহামেডানের হার ছিল পাঁচটি। সেখানে কিনা চলতি লিগে ছয় ম্যাচে ৪টিই হার। কি লজ্জা কি ট্র্যাজেডি। দলে শৃঙ্খলা না থাকায় কোচরাও থাকতে চান না। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এমন বিবর্ণ চেহারা নিয়েই চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলতে নামে। হার না হলেও জিততে পারেনি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এখন যে অবস্থা জয় নয় ড্র করাটাই মোহামেডানের যেন বড় প্রাপ্তি। এদিকে গতকাল ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নবাগত নোফেল স্পোর্টিংকে ১-০ গোলে হারায় আরামবাগ ক্রীড়াসংঘ। প্রথমার্ধের ৩২ মিনিটে জাহিদের কর্নার থেকে হেডে একমাত্র গোলটি করেন ক্যামেরুনের পল এমিলি।

সর্বশেষ খবর