শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শেখ জামালকে আটকালো মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামালকে আটকালো মোহামেডান

শেখ জামালের একমাত্র গোলদাতা সলোমন কিং বল নিয়ে এগোচ্ছেন মোহামেডানের রক্ষণভাগে -বাংলাদেশ প্রতিদিন

দুর্বল মোহামেডানকে হারাতে পারেনি প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা প্রত্যাশী দলটি আত্মঘাতী গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করেছে। মতিঝিল পাড়ার দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে দলের অন্যতম সেরা ফুটবলার গাম্বিয়ান স্ট্রাইকার সলোমন কিংয়ের দুর্দান্ত ফিনিশিংয়ে। এই ড্রয়ে শেখ জামালের পয়েন্ট ৮ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও এক হারে ১২। বিপরীতে ঐতিহ্যবাহী মোহামেডানের পয়েন্ট ৭ ম্যাচে এক জয়, ২ ড্র ও ৪ হারে ৫।

প্রিমিয়ার ফুটবলে মোহামেডানের শুরু হয়েছিল জয় দিয়ে। দ্বিতীয় ম্যাচ থেকেই পথ হারিয়ে ফেলে ঐতিহ্যবাহী দলটি। টানা চার ম্যাচ হেরে অন্ধকারে নেমে আসে। ভুলে যায় ‘জয়’ তীব্র আকাক্সক্ষার শব্দটি। এক জয় এবং চার হারে সাদাকালো শিবিরের সমর্থকদের যখন আহাজারি, তখনই চট্টগ্রাম আবাহনীকে আটকে হাফ ছেড়ে বাঁচে। প্রায় একই অবস্থা প্রিমিয়ার ফুটবলের অন্যতম সফল দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রথম দুই ম্যাচ হেরে আটকে যায় বিপর্যয়ে। তৃতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ড্র করে হারের গোলকধাঁধা থেকে বেরিয়ে আসে জোশেফ আপুচির দল। চতুর্থ ম্যাচ থেকে টানা তিন ম্যাচ জিতে ফিরে আসে শিরোপা লড়াইয়ে। সপ্তম ম্যাচে শিরোপা প্রত্যাশী শেখ রাসেলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ফের হোঁচট খায়। সেই ধাক্কা সামলে নিতে সুযোগ পেয়েছিল গতকাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাগুনের বিকালে সেই সুযোগটি হাতছাড়া করে শেখ জামাল। ২৪ মিনিটে অনিক ঘোষের ক্রস হেডে বিপদমুক্ত করতে যেয়ে রক্ষণভাগের মনির হোসেন নিজ জালে জড়িয়ে দেন। এগিয়ে যায় মোহামেডান। ৩৭ মিনিটে অবশ্য সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন শেখ জামালের গাম্বিয়ার আরেক স্ট্রাইকার সাইন বোজাং। অবশেষে ৬৪ মিনিটে হাফ ছেড়ে বাঁচে শেখ জামাল। ২০১৫ সালের চ্যাম্পিয়নদের মুকে হাসি ফোটান সলোমন কিং অসাধালন এক গোল কওে (১-১)। এরপর জয়ের সুযোগ পেয়েছিল একবার। ৭৬ মিনিটে বোজাংয়ের ক্রসে ঠিকঠাক হেড নিতে পারেনি পেরেজ। ফলে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।

সর্বশেষ খবর