শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইউরোপা লিগে স্প্যানিশ আধিপত্য

ক্রীড়া ডেস্ক

ইউরোপা লিগে স্প্যানিশ আধিপত্য

স্কটল্যান্ডের সেলটিকের বিপক্ষে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার জয়োৎসব -এএফপি

উয়েফা ইউরোপা লিগে স্পেনীয় ক্লাবগুলোর আধিপত্য তেমন একটা ছিল না। ১৯৭১-৭২ মৌসুমে শুরু হওয়া টুর্নামেন্টে গত শতকে কেবল দুবার (রিয়াল, ১৯৮৪-৮৫ ও ১৯৮৫-৮৬) চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু নতুন শতকে এসেই স্পেনীয় আধিপত্য বেড়ে যায় উয়েফার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতায়। ইউরোপা লিগে গত ১৫ মৌসুমে স্পেনীয়রা চ্যাম্পিয়ন হয়েছে ৯ বার। এর মধ্যে সেভিয়াই জিতেছে ৫ বার। অ্যাটলেটিকো মাদ্রিদ ৩ বার ও ভ্যালেন্সিয়া একবার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপা লিগে। গত দেড় দশকের আধিপত্য এবারেও ধরে রেখেছে স্প্যানিশ ক্লাবগুলো। ইউরোপা লিগে শেষ হলো নকআউটের প্রথম পর্ব। প্রি-কোয়ার্টার ফাইনালে টিকে আছে স্পেনের তিনটি ক্লাব। সেভিয়া, ভ্যালেন্সিয়া এবং ভিয়ারিয়াল। সেভিয়া বুধবারেই নিশ্চিত করেছে প্রি-কোয়ার্টার ফাইনাল। বৃহস্পতিবার নিশ্চিত করল ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়াল। ভ্যালেন্সিয়া প্রথম লেগে স্কটিশ ক্লাব সেলটিককে ২-০ গোলে হারিয়েছিল। দ্বিতীয় লিগে ১-০ গোলে হারিয়ে সহজেই প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে এল ভ্যালেন্সিয়া। ভিয়ারিয়াল পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিকে প্রথম লেগে ১-০ গোলে হারালেও দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে। তবে নকআউটের প্রথম পর্বের বাধা অতিক্রম করতে ড্রই যথেষ্ট ছিল তাদের। স্পেনের তিনটি ক্লাব এখনো টিকে থাকায় এবারেও ইউরোপা লিগে তাদের আধিপত্যই টিকে আছে। অবশ্য এবার লড়াইয়ে আছে ইংলিশ লিগের দুই জায়ান্ট ক্লাব আর্সেনাল ও চেলসি। নকআউটে প্রথম পর্বে আর্সেনাল বেলারুশের ক্লাব ব্যাটে বরিসভের কাছে প্রথম লেগে ১-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে চেলসি প্রথম লেগে ২-১ এবং দ্বিতীয় লেগে ৩-০ গোলে জিতে সুইডিশ ক্লাব ম্যালমোর বিপক্ষে। ইউরোপা লিগে এখনো টিকে আছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান, পর্তুগালের বেনফিকা এবং রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ। দেখা যাক, এবারেও স্পেনীয়রা সব বাধা অতিক্রম করে ইউরোপা লিগ জিততে পারে কি না!

সর্বশেষ খবর