শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দেশে ফিরলেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে ফিরেছেন পেসার শফিউল ইসলাম ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফেরার কথা ছিল ব্যাটসম্যান সৌম্য সরকারেরও। কিন্তু সাকিব আল হাসান ইনজুরির কারণে প্রথম দুই টেস্ট খেলতে পারছেন না, তার বিকল্প হিসেবে রেখে দেওয়া হয়েছে তাকে। সৌম্যকে যোগ করায় টেস্ট স্কোয়াড তাই আবার দাঁড়িয়েছে ১৫ জনে। নিউজিল্যান্ডে আগের সফরেও এভাবেই টেস্ট দলে ফিরেছিলেন এই ব্যাটসম্যান। ইমরুল কায়েসের চোটের কারণে সেবার দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে ক্রাইস্টচার্চে ৮৬ ও ৩৬ রান করেছিলেন সৌম্য। এবার কি পারবেন সৌম্য তার ঝলক দেখাতে? ওয়ানডের ব্যর্থতার পর বাংলাদেশ দলই বা কেমন করবে?

তবে মাশরাফি মনে করেন, ওয়ানডেতে ফলাফল যত খারাপই হোক না কেন টেস্টে অন্য চিত্র দেখা যেতে পারে।

টেস্ট দল : তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, সৌম্য সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর