শিরোনাম
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ম্যানইউকে ছাড়িয়ে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

ম্যানইউকে ছাড়িয়ে ম্যানসিটি

শিরোপা জয়ের পর উল্লসিত ম্যানসিটির ফুটবলাররা -এএফপি

ফুটবল লিগ কাপে ম্যানচেস্টার ইউনাইটেডকে ছাড়িয়ে গেল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। সামনে কেবল লিভারপুল। গত রবিবার গভীর রাতে লিগ কাপের ফাইনালে গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে চেলসিকে হারিয়ে শিরোপা জিতে ম্যানসিটি। গত মৌসুমে ম্যানসিটি ৩-০ গোলে আর্সেনালকে হারিয়ে লিগ কাপ ঘরে তুলেছিল।

ইংলিশ প্রিমিয়ার লিগসহ ইংলিশ ফুটবলের শীর্ষ চারটি লিগের ক্লাব নিয়ে ১৯৬০ সাল থেকে আয়োজিত হচ্ছে লিগ কাপ। তৃতীয় গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি শিরোপা জিতে শীর্ষে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ষষ্ঠ শিরোপা ঘরে তুলল এবার। ৫টি করে শিরোপা জিতেছে ম্যানইউ, অ্যাস্টন ভিলা এবং চেলসি। পেপ গার্ডিওলার দল দুর্দান্তভাবেই এগিয়ে চলেছে সবকটি শিরোপার দিকে। চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও শিরোপা লড়াই করছে লিভারপুলের সঙ্গে। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠে এসেছে। সবমিলিয়ে এবার ম্যানচেস্টার সিটির সামনে চারটি শিরোপার হাতছানি।

লিগ কাপ জিতে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো বললেন, ‘এবার আমরা সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হতে চাই। অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ সহজ নয়। কিন্তু যতদূর সম্ভব আমরা লড়াই করতে তৈরি।’ লিগ কাপ ফাইনালে একটা গোল করেছিলেন আগুয়েরো। কিন্তু ভিএআরের সাহায্যে সেই গোল অফসাইডের অযুহাতে বাতিল করেন রেফারি। এ নিয়ে আক্ষেপ নেই আগুয়েরোর। তিনি বলেন, ‘এ জন্যই তো ভিএআর রয়েছে।’ এদিকে কোচ পেপ গার্ডিওলা লিগ কাপটা জিতেও খুব একটা খুশি নন। ফাইনালে বেশ কয়েকজন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এর ফলে বড় মূল্য দিতে হতে পারে ম্যানিসিটিকে। গার্ডিওলা বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সামনের কয়েক সপ্তাহে আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে দলে পাব না।’ ইনজুরি সমস্যা থাকার কারণে লিগ শিরোপা নিয়ে এখন বেশ চিন্তিত ম্যানসিটি কোচ। লিভারপুলের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে লিগে।

সর্বশেষ খবর