শিরোনাম
শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

উজ্জীবিত বাংলাদেশের সামনে মিয়ানমার

ক্রীড়া প্রতিবেদক

উজ্জীবিত বাংলাদেশের সামনে মিয়ানমার

ফিলিপাইনকে ১০-০ গোলে হারিয়ে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বের দ্বিতীয় লেগে গ্রুপে মারিয়া, আঁখি, তহুরা, সামসুন্নাহারের আজ দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। আগে কোনো ম্যাচ না খেলায় উদ্বোধনী ম্যাচে ফিলিপাইন ছিল অচেনা প্রতিপক্ষ। শুরুটা কেমন হবে এ নিয়ে চিন্তায় ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু একতরফা লড়াইয়ে ফিলিপাইন দাঁড়াতেই পারেনি। তহুরা খাতুনের হ্যাটট্রিকে শুরুতেই বড় ব্যবধানে জিতে উজ্জীবিত মারিয়ারা।

আত্মবিশ্বাস নিয়েই মাঠে মারিয়ারা। কিন্তু প্রতিপক্ষ যে স্বাগতিক মিয়ানমার। যারা বাছাই পর্বে দ্বিতীয় লেগে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে। দুই দলের মেয়েরা আগেও লড়েছে। কিন্তু বাংলাদেশের ফল সুখকর ছিল না। শক্তির বিচারে আজকের ফেবারিট মিয়ানমার। কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক মারিয়ারাও বলেছেন, মিয়ানমার অনেক শক্তিশালী দল। তবু আমরা সেরাটা খেলতে চাই। আশা করি হতাশ করার মতো পারফরম্যান্স প্রদর্শন করব না। ৩ মার্চ বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে আরেক শক্তিশালী দল চীনের বিপক্ষে। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন নয়, রানার্সআপ দল থাইল্যান্ডের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

সর্বশেষ খবর