শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফের এল ক্ল্যাসিকো

ক্রীড়া ডেস্ক

ফের এল ক্ল্যাসিকো

তিন দিনের মধ্যে আবারও এল ক্ল্যাসিকোর লড়াই। কঠোর অনুশীলনে রিয়াল মাদ্র্রিদ -এএফপি

ফুটবলামোদীদের জন্য এমন সুযোগ খুব কমই আসে। মাসের পর মাস অপেক্ষা করে যেখানে একটা এল ক্ল্যাসিকো দেখতে হয় সেখানে তিন দিনের ব্যবধানে দু-দুটো এল ক্ল্যাসিকো! এ বড় আনন্দের খবরই। অবশ্য রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য এটা এক ধরনের দুঃসংবাদই। দিন কয়েক আগে কোপা দেল রে কাপে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। এবার লা লিগার লড়াই। চলতি মৌসুমেই লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে কী হয় দেখা যাক! লা লিগায় এল ক্ল্যাসিকোর লড়াইয়ে এতদিন এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে গত কয়েক বছরে এল ক্ল্যাসিকো জিততে জিততে রিয়ালকে প্রায় ধরে ফেলেছে বার্সেলোনা। আজ জিতলেই রিয়ালকে স্পর্শ করবে কাতালানরা। এখনো রিয়াল ৭২-৭১ ব্যবধানে এগিয়ে আছে লা লিগার লড়াইয়ে। বার্সেলোনার সামনে অবশ্য আরও কিছু রেকর্ড অপেক্ষা করছে আজ। টানা ২২টি এল ক্ল্যাসিকোতে গোল করেছে বার্সেলোনা। এই রেকর্ডটা রিয়াল মাদ্রিদেরও আছে। ১৯৫৯-৬৯ সময়ের মধ্যে রিয়াল টানা ২২টি এল ক্ল্যাসিকোতে গোল করেছিল। আজ গোল করলেই বার্সেলোনা রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিতে পারে। সম্ভাব্য রেকর্ডের এমন এক ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ, তারা ন্যাচোকে দলে পাচ্ছে না। গত ম্যাচে লাল কার্ড দেখেছেন তিনি। তবে জিরোনার বিপক্ষে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া রিয়াল অধিনায়ক সার্জিও রামোস খেলছেন আজ। এল ক্ল্যাসিকোতে রিয়ালের জয়ের বিকল্প নেই। লা লিগায় শিরোপা রেসে টিকে থাকতে হলে জিততেই হবে তাদের। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থেকে তিনে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আজ হারলেই রিয়ালের আশা অনেকটা শেষ হয়ে যাবে। বার্সেলোনার অবশ্য ড্র করলেই চলে। তাহলে কী বার্সেলোনা আজ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে খেলবে! তা নয়, বরং বার্সেলোনার দৃষ্টি টানা দুটি এল ক্ল্যাসিকো জিতে রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা থেকেও বঞ্চিত করা। তবে গত ম্যাচের কথা মাথায় রেখে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে যাচ্ছেন বার্সা কোচ ভালভার্দে। কোপা দেল রে কাপে সেমিফাইনালের দ্বিতীয় লেগে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদই আক্রমণে অনেকটা এগিয়ে ছিল। ম্যাচটা ৩-০ ব্যবধানে হারলেও রিয়ালের খেলায় সন্তুষ্ট ছিল দর্শকরা। লস ব্ল্যাঙ্কোসদের ধারালো আক্রমণগুলোর জবাব খুঁজে বেড়াচ্ছেন বার্সা কোচ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর