শিরোনাম
শনিবার, ২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আর্জেন্টিনা-জার্মানি ম্যাচ অক্টোবরে

ক্রীড়া ডেস্ক

ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে (২০১৪) জার্মানির বিপক্ষে দুর্দান্ত খেলেও বিশ্বকাপ জেতা হয়নি লিওনেল মেসিদের। অথচ কোপাকাবানা সৈকতে বিশ্বকাপ শিরোপা উৎসবের পূর্ণ প্রস্তুতি ছিল আলবেসিলেস্তদের। দুঃসহ সেই যন্ত্রণা কত বছর যে বয়ে বেড়াতে হবে আর্জেন্টাইনদের। বিশ্বকাপের পর জার্মানির মাটিতে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই ৪-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপ ফাইনালে হারের দুঃখ কি আর এমন জয়ে ভোলা যায়! ২০১৪ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট আবারও মুখোমুখি হচ্ছে। আগামী অক্টোবরে ডর্টমুন্ডের মাঠে দুই দল মুখোমুখি হবে। জার্মানির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিনডেল বলেছেন, ‘কোচিং স্টাফরা এক অসাধারণ দলের বিপক্ষে প্রীতি ম্যাচের আবদার করেছিল নিজেদের উন্নতিটা যাচাই করার জন্য।’ আর্জেন্টিনাকে আমন্ত্রণ জানিয়ে কোচিং স্টাফদের সেই আবদারটাই মেটাচ্ছে জার্মানি। রাশিয়া বিশ্বকাপে দলটা গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছিল। হতাশায় মুষড়ে পড়েছিল পুরো জার্মানি। তবে তারা ধীরে ধীরে আবার শক্তিশালী দল হয়ে উঠছে। দলের ডিরেক্টর অলিভার বিয়েরহফ বলেছেন, ‘নিজেদের ফিরে পাওয়ার জন্য সেরা দলের বিপক্ষেই আমাদের খেলতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্য দিয়ে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।’ চলতি বছরে জার্মানি প্রথম ম্যাচ খেলবে সার্বিয়ার বিপক্ষে আগামী মার্চে। এরপরই তারা আমস্টারডামে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে জার্মানির ফোকাস থাকছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে। ২০২০ সালে অনুষ্ঠিত হবে পরবর্তী ইউরো কাপ।

 

সর্বশেষ খবর